![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ‘ডাক ও টেলিযোগাযোগ পদক-২০২৩’ পেয়েছে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি)।
টেলিকম শিল্পের বিকাশে সংবাদপত্র ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য এ পদক পায় সংগঠনটি।
শনিবার ‘ডিজিটাল বাংলাদেশ মেলা-২০২৩’ এর সমাপনী অনুষ্ঠানে সংগঠনটির নেতাদের হাতে এ পদক তুলে দেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
অনুষ্ঠানে পদক গ্রহণ করেন টিআরএনবি সভাপতি রাশেদ মেহেদী ও সাধারণ সম্পাদক এস এম মাসুদুজ্জামান রবিন।
এ সময় সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সদস্যরাসহ সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হওয়া এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য রেজওয়ান আহাম্মদ, ডাক ও টেলিযোগাযোগ সচিব আবু হেনা মোরশেদ জামান, বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার ।
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি