টিএমজিবির মিলনমেলায় প্রযুক্তি খাতের আনন্দ-উৎসব

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : নানা আয়োজনে অনুষ্ঠিত হলো প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি) এর বার্ষিক পারিবারিক মিলনমেলা ।

‘টিএমজিবি পিকনিক-২০২২’ নামে এই মিলনমেলায় সংগঠনটির সদস্য ও সদস্যদের পরিবার, তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তা-ব্যবসায়ী, সংগঠনগুলোর নেতৃবৃন্দ, দেশি ও বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানসহ এ খাতের নীতি-নির্ধারক এবং প্রতিনিধিরা অংশ নেন।

আর সকলের উচ্ছ্বসিত অংশগ্রহণে এই মিলনমেলা পরিণত হয় প্রযুক্তি খাতের আনন্দ-উৎসবে।

Techshohor Youtube

শুক্রবার রাজধানীর অদূরে একটি সুপরিচিত রিসোর্টে দিনব্যাপী অনুষ্ঠিত এই আয়োজনে ছিল ছোটদের জন্য গোলপোস্টে বল মেরে গোল দেওয়ার প্রতিযোগিতা ‘কে হতে চায় মেসি’, পারিবারের নারী সদস্যদের জন্য পিলো পাস, হাঁড়িভাঙা, ছেলেদের জন্য ক্রিকেট ও শাড়ি পরা প্রতিযোগিতা। ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনও।

এতে অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের বক্তব্য ও শুভকামনার পর তাদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান টিএমজিবির ট্রাস্টি ও কার্যনির্বাহী সদস্যরা।

অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীরা পান নানা আকর্ষণীয় পুরস্কার। এছাড়া সংগঠনের সব সদস্য ও তাদের পরিবারের সদস্যদের দেয়া হয় দারুণ সব উপহার। সেখানে ছিলো ল্যাপটপ, স্মার্টফোন, এয়ার টিকেট, বাইসাইকেল, স্মার্টওয়াচ, হেল্থকার্ড, ইন্টারনেট ডিসকাউন্ট কার্ডসহ আরও অনেককিছু।

টিএমজিবির এবারের পিকনিকে বিভিন্নভাবে সহযোগী হয়েছে ভিভো বাংলাদেশ, স্যামসাং ইলেকট্রনিকস কোম্পানি লিমিটেড বাংলাদেশ, দোহাটেক নিউ মিডিয়া, ফুডপান্ডা বাংলাদেশ, হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ লিমিটেড, ডেল টেকনোলজিস বাংলাদেশ, ট্রানসান বাংলাদেশ লিমিটেড, আইএসপিএবি, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড, অপো বাংলাদেশ, আমার পে, সিনেসিস আইটি লিমিটেড ।

এছাড়া সহযোগী হয়েছে শাওমি বাংলাদেশ, রিভ সিস্টেমস লিমিটেড, জেনেক্স ইনফোসিস লিমিটেড, স্কাই টেক সল্যুশনস, বাক্কো, দ্যা কাউ কোম্পানি, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়, স্টারটেক, সিম্ফনি, ড্রিম ৭১, কোলোসিটি, বেসিস, আম্বার আইটি, উই হাটবাজার, স্টার কম্পিউটার সিস্টেমস লিমিটেড, সহজ, গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড, মাস্টহেড পিআর, ওয়ালটন কম্পিউটার, ফরাজী হাসপাতাল ও ফরাজী ডেন্টাল, আমরা নেটওয়ার্ক, ইজি মেডিক হেলথ কেয়ার, রাইজ আপ ল্যাবস, স্পেকট্রাম অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, রিয়েলমি, গো বাংলা, প্রিয়শপ, অ্যাকটিভ এভি, এভিপ্রো, সাউন্ড সেন্স।

*

*

আরও পড়ুন