![]() |
টেকশহর কনটেন্ট কাউন্সিলর : মানসিক স্বাস্থ্যসেবা দেয়ার অ্যাপ মনের বন্ধু উন্মোচন করেছেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। মঙ্গলবার আগারগাঁওস্থ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটরিয়ামে এই উদ্বোধন অনুষ্ঠান হয়।
পলক বলেন, মনের সুখ এবং শান্তির জন্য সন্তুষ্টির বেশি প্রয়োজন। এটা ছাড়া সাফল্য আসে না। সুখ, স্বাছন্দ্য ও সাফল্যের পর আমরা সন্তুষ্টি খুঁজি। চিন্তা ও চেতনায় মহৎ হওয়াটা জরুরী বলেও তিনি জানান।
প্রতিমন্ত্রী বলেন, মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার জন্য ক্রীড়া, সাহিত্য এবং সংগীত তিনটা বিষয় বেশি প্রয়োজন। এগুলোর চর্চা করলে মনের ব্যাধি দূর করা যায়। আমাদের সন্তানদের এসব বিষয়ে সম্পৃক্ত করার মাধ্যমে সুস্থ, সবল ও সুন্দর প্রজন্ম গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন মনের বন্ধু শুধু স্টার্টআপ হিসেবে নয়, আমাদের প্রত্যেকটি পরিবার এবং দেশের ভবিষ্যৎ প্রজন্মের সন্তানদের নিরাপদ সুস্থ-সবল একজন আদর্শ নাগরিক বিনির্মাণের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে।
অনুষ্ঠানে অন্যান্যোর মধ্যে বক্তৃব্য রাখেন আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক আলতাফ হোসেন, স্টার্টআপ বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ, জনপ্রিয় কণ্ঠশিল্পী শামীমা সুলতানা সুমি, কথাসাহিত্যিক আনিসুল হক, ইউএনডিপি’র ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ ভ্যান ওয়েন, নেদ্যারল্যান্ডস দূতাবাসের পলিসি অ্যাডভাইজার মুশফিকা জামান সাটিরা, জনপ্রিয় অভিনেত্রী অপি করিম, মনের বন্ধু এর উপদেষ্টা এবং বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ড. হেলাল উদ্দিন আহমেদ, মনের বন্ধু অ্যাপের ফাউন্ডার তৌহিদা শিরোপা।
মনের বন্ধুর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তৌহিদা শিরোপা জানান, মনের বন্ধু একটি মানসিক স্বাস্থ্য সেবা কেন্দ্র। সব ধরনের মানসিক, সামাজিক, পারিবারিক সমস্যা, সংকোচ ও দ্বিধায় মানসিক সেবা দিয়ে থাকে – মনের বন্ধু। ২০১৬ সাল থেকে আমাদের প্রশিক্ষিত অভিজ্ঞ মনোবিদেরা সব ধরনের গোপনীয়তা বজায় রেখে সেবা দেন। মনের বন্ধু ওয়ান টু ওয়ান কাউন্সিলিং, মোবাইল ও ভিডিও কাউন্সিলিং, কর্মশালা, ফেসবুক পাতার মাধ্যমে মানসিক স্বাস্থ্য সেবা দিয়ে থাকে।
গত ৫ বছরে তারা বিভিন্ন কর্মশালা, প্রশিক্ষণ ও সচেতনামূলক কার্যক্রমের মাধ্যমে ১২ লাখ মানুষকে মানসিক স্বাস্থ্যসেবা খাতের সঙ্গে যুক্ত করেছে, সেই সঙ্গে ৪০ লাখ মানুষকে অনলাইনে প্রাথমিক সেবা দিয়েছে ।
তথ্যপ্রযুক্তি বিভাগের আইডিয়া প্রজেক্টের প্রকল্প পরিচালক মো. আলতাফ হোসেন বলেন, আইডিয়া প্রজেক্ট থেকে ফ্যান্ড পেয়ে মনের বন্ধু আজ এতো দুর এসেছে। এটি আমাদের জন্য গর্বের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে কথাসাহিত্যিক আনিসুল হক বলেন, স্মার্টনেস মানে ভালো পোশাক নয়, স্মার্ট মানে মনে-জ্ঞানে, বুদ্ধিতে এবং চিন্তায় উন্নত সেই প্রকৃত স্মার্ট। অন্যের আনন্দে নিজেকে সামিল করতে হবে। এতে নিজের দুঃখ কষ্ট ভুলে থাকা যায়।
মনোচিকিৎসক ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. আহমেদ হেলাল বলেন, মন ভালো না থাকলে শরীর ভালো থাকে না। তাই শুধু মাত্র শারীরিক স্বাস্থ্যকে গুরুত্ব দিলে আমরা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবো না।
অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে ।