আইডিয়ার স্টার্টআপ কম্পাস এর ২য় ক্যাম্পেইন হলো নর্দার্ন ইউনিভার্সিটিতে

টেকশহর কনটেন্ট কাউন্সিলর : উদ্ভাবনের ক্ষেত্রে তরুণদের উৎসাহ প্রদানের পাশাপাশি উদ্যোক্তা হবার আহ্বান জানাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) কর্তৃক বাস্তবায়নাধীন আইডিয়া প্রকল্প এর “স্টার্টআপ কম্পাস” এর ২য় ক্যাম্পেইন অনুষ্ঠিত হলো নর্দার্ন ইউনিভার্সিটিতে।

৮ জানুয়ারি, রবিবার ঢাকার আশকোনায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্ট এর চেয়ারম্যান প্রফেসর ড: আবু ইউসুফ মো: আবদুল্লাহ। অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি নর্দার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড: আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিয়া প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব মো: আলতাফ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড: আবু ইউসুফ মো: আবদুল্লাহ বলেন, উদ্যোক্তারা হলেন সাহসী এবং কৌশলী। তিনি নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের পক্ষ থেকে নর্দার্ন ইউনিভার্সিটির উদ্যোক্তা হতে আগ্রহী স্টার্টআপ বা উদ্যোক্তাদের কার্যক্রমের কল্যাণে এক কোটি টাকা অর্থ অনুদান প্রদানের ঘোষণা দেন।

Techshohor Youtube

আইডিয়া প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব মো: আলতাফ হোসেন বলেন, উদ্যোক্তাদের কল্যাণে আইডিয়া প্রকল্প নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ২০৪১ সালের মধ্যে স্মার্ট ও উন্নত বাংলাদেশ বাস্তবায়নের কার্যক্রম ইতোমধ্যে চলমান রয়েছে। বাংলাদেশে স্টার্টআপ ইকোসিস্টেম সফলভাবে গড়ে তুলতে দেশের সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে মেন্টরিং সেশন গ্রহণ করেন পাঠাও এর সহ প্রতিষ্ঠাতা আহমেদ ফাহাদ এবং বেটার স্টোরিজের চিফ স্টোরি টেলার মিনহাজ আনোয়ার। এছাড়া, আইডিয়া প্রকল্পের পোর্টফোলিও স্টার্টআপ “প্রেসক্রিপশন বাংলাদেশ” এর প্রতিষ্ঠাতা ইসরাত এরিনা তার স্টার্টআপ সম্পর্কিত অভিজ্ঞতা অংশগ্রহণকারিদের সাথে শেয়ার করেন।

স্টার্টআপ কম্পাস এর উক্ত অনুষ্ঠানে নর্দার্ন ইউনিভার্সিটির শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এছাড়া, নর্দার্ন ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর নজরুল ইসলাম, রেজিস্ট্রার কমোডর মনিরুল ইসলাম, আইটি বিভাগের পরিচালক সাদ আল জাবির আবদুল্লাহ, মার্কেটিং বিভাগের তাসনুভা মুরসালাত সিমরান, আইডিয়া প্রকল্পের জ্যেষ্ঠ পরামর্শক ও স্টার্টআপ কম্পাসের মূখ্য সমন্বয়ক সিদ্ধার্থ গোস্বামী, আইডিয়া প্রকল্পের পরামর্শক আবুল কালাম এহসানুল আজাদ, আইডিয়া প্রকল্পের কমিউনিকেশন্স বিষয়ক পরামর্শক সোহাগ চন্দ্র দাস, মানব সম্পদ বিষয়ক পরামর্শক মো: নাজিম উদ্দিন-সহ নর্দার্ন ইউনিভার্সিটি এবং আইডিয়া প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন ।

*

*

আরও পড়ুন