![]() |
তুসিন আহমেদ, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : কম্পিউটারে ছবি আঁকা এবং ছবি নিয়ে নানা কাজের জন্য আর্দশ সফটওয়্যার ফটোশপ। তবে দুর্বল জনপ্রিয় এ সফটওয়্যার ঠিকমত চলতে চায় না। এমন ক্ষেত্রে বিকল্প হতে পারে ‘চাসিস ড্র আইইএস’।
কিছুটা অপরিচিত হলেও এটি ছবি নিয়ে কারিকুরি করার ক্ষেত্রে সাহায্য করবে। এটির সাহায্যে ছবি সম্পাদনা (এডিটিং) ছাড়াও ছবি নিয়ে অন্যান্য কাজগুলো সহজে করা যায়। রয়েছে চমৎকার কিছু ফিচারও।
এক নজরে ফিচারগুলো
১. সফটওয়্যারটিতে ড্রইং, পেইন্টিং, ফটো এডিটর প্রোগ্রাম, ইমেজ ভিউয়ার, র এডিটর ও কনভার্ট করার টুল রয়েছে। এগুলো ব্যবহার করে সহজেই ছবি সম্পাদনা করা যায়।
২. এর মূল এডিটিং প্রোগ্রামে কিছু চমৎকার ফিচার আছে। এতে রয়েছে লেয়ার, ক্লোনিং ব্রাশ, পেন ও পাথ সিলেকশন, লেভেল ও কার্ভসের মতো ফিচার।
৩. নানা রকম ইফেক্টস ও ফিল্টার দেওয়ার অপসনও রয়েছে।
৪. সবচেয়ে উল্লেখযোগ্য হলো এতে ফটোশপের প্লাগ-ইন ব্যবহার করা যাবে।
৫. এটি উইন্ডোজ এক্সপি, ভিস্তা ও ৭ অপারেটিং সিস্টেমে কাজ করবে।
সফটওয়্যারটি এ ঠিকানা থেকে ডাউনলোড করে ব্যবহার করা যাবে।
আরও পড়ুন
অনলাইনে ছবি সম্পাদনার ৩০ ওয়েবসাইট
ফটোশপ সিএস ৬ : কালার ব্যালেন্স
জাতীয় পর্যায়ে অ্যাপস গবেষণা ও উন্নয়ন সেন্টার করবে ইএটিএল
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি