বাজারে এলো সাশ্রয়ী মূল্যের বেনকো ভি৯০

টেকশহর কনটেন্ট কাউন্সিলর : ইনওয়ান মোবাইল ফোন ব্র্যান্ড তাদের ভি সিরিজের নতুন ফোন বেনকো ভি৯০ উন্মোচন করছে।

লঞ্চিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনওয়ান টেকনোলজি লিমিটেডের চেয়ারম্যান জ্যাকিং হুয়াং, ইনওয়ান বাংলাদেশ লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর কামরুল ইসলাম এবং বাংলাদেশের বাজারে ডিভাইসটির পরিবেশক গ্রামীণ ডিস্ট্রিবিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জহুরুল হক বিপ্লবসহ অন্যরা।

সাশ্রয়ী মূল্যের এই স্মার্টফোনে আছে ৬.৮২” HD , মেগা ওয়াটার ড্রপ ডিসপ্লে , এআই ট্রিপল রিয়ার ক্যামেরা এবং ৭ গিগাবাইট র‍্যাম (৩ গিগাবাইট ভার্চুয়াল র‍্যাম সহ) ফিচার। এসপেক্ট রেসশিও ২০.৫:৯ এবং ৮৯.৪% হচ্ছে এর একটি স্ক্রিন-টু-বডি রেসশিও যা ইউজার এক্সপেরিয়েন্সকে বদলে দিবে। আই কমফোর্ট মোডের সাহায্যে, ব্যবহারকারীরা অস্পষ্ট আলোতে ফোনটি আরও স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন।

Techshohor Youtube

তিনটি আকর্ষণীয় কালারের এবং নান্দনিক ডিজানের ফোনগুলি জানুয়ারীর প্রথম সপ্তাহে বাংলাদেশের সব মোবাইল মার্কেটে পাওয়া যাবে। ফোনটির দাম ১০৬৯৯ টাকা ।

অ্যান্ড্রয়েড১২ অপারেটিং সিস্টেমে ১.৬ গিগাহার্টজ অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত ফোনটি উচ্চ কর্মক্ষমতা এবং নির্ভরযোগ্য। স্মার্টফোনটি তার মেমরি এবং স্টোরেজের উপর নির্ভর করে দুটি সংস্করণে আসে। প্রথম সংস্করণে ৭ জিবি র‍্যাম (৩ জিবি ভার্চুয়াল র‍্যাম সহ) + ৬৪ জিবি স্টোরেজ রয়েছে। আরো একটি সংস্করণে ১২৮জিবি পর্যন্ত রম রয়েছে।

এছাড়া রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি যা দিয়ে একজন কাস্টমার তার প্রয়োজনীয় সকল কার্য সম্পন্ন করতে পারবেন।

পেশাদার ফটো ও ভিডিও তুলতে আছে ১.৪ μm বড় পিক্সেল সনি সেন্সর এবং কম আলোর ফটোগুলির জন্য এফ /১.৭ বড় অ্যাপারচার সহ ১৬ এমপি ট্রিপল রিয়ার ক্যামেরা দিয়ে সজ্জিত। অভিজ্ঞতা বাড়াতে AI (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স), গুগল লেন্স এবং ধীর গতির ভিডিও সহ অনেকগুলি ফিচার আছে ফোনটিতে ।

*

*

আরও পড়ুন