হাওরের সন্তান আব্দুল হামিদ আমাদের গর্ব- মোস্তাফা জব্বার

টেকশহর কনটেন্ট কাউন্সিলর : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ৮০তম জন্মদিন পালন করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার । মন্ত্রী রবিবার রাতে কাকরাইলস্থ আইডিইবি ভবনের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে অষ্টগ্রাম ইটনা মিঠামইন উপজেলা উন্নয়ন ও কল্যাণ সমিতি’র উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় কেক কেটে , ভিডিও কলে রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান।

সভায় মন্ত্রী বলেন, রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ চিরকাল বিজয়ী বীর। তিনি অনুকরণীয় একটি আদর্শ। উত্তরে গারো পাহাড়ের পাদদেশ থেকে ভৈরব পর্যন্ত ২৫০০ বর্গ কিলোমিটারের বিস্তীর্ণ অঞ্চলের হাওরবাসীসহ সারা বাংলাদেশের গর্বের মানুষ তিনি।

তিনি বলেন, কিশোরগঞ্জের সন্তান সৈয়দ নজরুল ইসলাম, জিল্লুর রহমান এবং মো: আবদুল হামিদ সকলের গর্বের ধন । রাষ্ট্রপতি আবদুল হামিদ রাজনীতির আকাশের উজ্জ্বল এক তারা । স্বাধীনতার আন্দোলন, সত্তরের নির্বাচন এবং একাত্তরের মহান মুক্তিযুদ্ধে রাষ্ট্রপতির ভূমিকা তুলে ধরে বলেন তিনি আদর্শিক রাজনীতির কিংবদন্তী। পঁচাত্তর পরবর্তী সময়ে জেল জুলুম এবং মন্ত্রীত্বের লোভ কোন কিছুতেই তাকে তার আদর্শ থেকে বিচ্যুত ঘটাতে পারেনি।

Techshohor Youtube

মন্ত্রী হাওরের বর্তমান ও অতীতের তুলনামূলক চিত্র তুলে ধরে বলেন, হাওরবাসি আজ শিক্ষা, যোগাযোগ এবং ডিজিটাল সংযুক্তিসহ উন্নয়নের প্রতিটি স্তরে পিছিয়ে নেই। অথচ এই হাওরে একদিন ক্লাস সিক্সে পড়তে পারিনি, স্কুল ছিল না। বাড়ি থেকে ২৫ কিলিমিটার দূরে হোস্টেলে থেকে পড়তে হয়েছে। আজ হাওরের সেইদিন পাল্টে গেছে। হাওরে বসেই হাওরের ছেলে মেয়েরা আজ গ্রাজুয়েশন করতে পারছে। আমরা হাওরে ডিজিটাল সংযুক্তি প্রতিষ্ঠা করেছি। কোভিডকালে ঘরে বসে শিক্ষার্থীরা ক্লাশ করতে পেরেছে যা এক সময় কল্পনাও করা যেত না।

সংসদ সদস্য রেজোয়ান আহম্মাদ তৌফি রাষ্ট্রপতির জন্মদিন পালনে অষ্টগ্রাম ইটনা মিঠামইন উপজেলা উন্নয়ন ও কল্যাণ সমিতির উদ্যোগের প্রশংসা করে বলেন, আপনাদের ভালবাসাতে আমরা সিক্ত। বারবার আমার বাবাকে আপনারা নির্বাচিত করে তাকে সম্মানিত করেছেন। আপনাদের ভালবাসার কারণেই তিনি আজকের জায়গায় উপনীত হয়েছেন।

অনুষ্ঠানে বক্তারা আবদুল হামিদ-এর রাজনৈতিক, পারিবাারিক ও ব্যক্তিগত জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন। পরে আবদুল হামিদ-এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় এবং কেক কেটে জন্মদিন পালন করা হয়।  মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

*

*

আরও পড়ুন