সাশ্রয়ী মূল্যের গ্যালাক্সি এ০৪ উন্মোচন করল স্যামসাং

টেকশহর কনটেন্ট কাউন্সিলর : গ্রাহকদের চাহিদা মেটাতে বাংলাদেশের বাজারে স্যামসাং নিয়ে এসেছে সাশ্রয়ী মূল্যের ‘অসাম সিরজ’-এর সর্বশেষ সংস্করণ স্যামসাং গ্যালাক্সি এ০৪ ।

গ্যালাক্সি এ০৪ এ থাকছে ৬.৫ ইঞ্চি এইচডি+ইনফিনিটি ভি ডিসপ্লে। এ এইচডি+ ডিসপ্লেতে স্পষ্ট ভিডিও কনটেন্ট ও ইউটিউব ভিডিও উপভোগ করা যাবে। ডিভাইসটিতে থাকছে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ান ইউ আই কোর ৪.১। এছাড়াও, ডিভাইসটিতে থাকছে ৩ জিবি র‍্যাম, যা কিনা ৭ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ইন্টার্নাল স্টোরেজ এ থাকছে ৩২ জিবি, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।

নতুন এ ডিভাইসটির পেছনে মেইন ক্যামেরা হিসেবে থাকছে ৫০ মেগাপিক্সেল অটো ফোকাস ট্রু ডুয়াল ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা; যা দিয়ে ক্যামেরাবন্দি করা যাবে জীবনের রোমাঞ্চকর মুহূর্ত। ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে দারুণ সব সেলফিও তোলা যাবে। স্যামসাং গ্যালাক্সি এ০৪ এ থাকছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি এবং আছে ১৫ ওয়াট অ্যাডাপটিভ ফাস্ট চার্জার।
স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, স্যামসাং সব সময় গ্রাহকদের প্রয়োজন এবং চাহিদা মাথায় রাখে। এই কারণেই আমরা গ্যালাক্সি এ সিরিজের জন্য দূরদৃষ্টি নিয়ে যাত্রা করেছি, যাতে আমাদের ইনোভেটিভ উদ্ভাবনগুলো সবাই উপভোগ করতে পারে। গ্যালাক্সি এ০৪ তারই আরেকটি উদাহরণ।“

Techshohor Youtube

তিনটি রং কপার, গ্রীন ও ব্ল্যাকে গ্যালাক্সি এ০৪ পাওয়া যাবে , দাম ১২,৯৯৯ টাকা।

*

*

আরও পড়ুন