![]() |
টেকশহর কনটেন্ট কাউন্সিলর : দেশের বাজারে লাইফস্টাইল প্রোডাক্টের পাশাপাশি এবার ফিচার ফোন নিয়ে এলো ডিজো। বাংলাদেশে তৈরি ডিজোর ফিচার ফোনটি এনেছে সেলেক্সট্রা লিমিটেড।
দেশের বাজারে বর্তমানে ৭২ শতাংশ ফিচার ফোনের চাহিদা রয়েছে, এই চাহিদা মেটাতে ব্যবহারকারীদের কাছে ডিজো স্টার ৪০০ মডেলের ফিচার ফোনটি কালো, সবুজ ও নীল এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে।
ডিজো ব্র্যান্ডের ন্যাশনাল পার্টনার সেলেক্সট্রা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত বলেন,আমরা সেলেক্সট্রা লিমিটেড বিগত তিন বছর ধরে সবসময় গুণগত এবং মানসম্মত ব্র্যান্ড নিয়ে কাজ করে আসছি, এরই ধারাবাহিকতায় বাংলাদেশে তৈরি রিয়েলমি টেক লাইফ এর ডিজো এর ফিচার ফোনটি আনতে পেরে আমরা সত্যিই আনন্দিত।
সেলেক্সট্রা লিমিটেডের হেড অব সেলস মামুন খান বলেন, আমরা আশা করছি ডিজো ব্র্যান্ডের এই ফিচার ফোনটি আমাদের দেশের সব ধরনের কনজিউমারের জন্য সময় উপোযোগী একটি ফোন। কারণ সব ব্র্যান্ড যখন ফিচার ফোনের দাম বাড়াচ্ছে ঠিক সে সময় আমরা বাজারে এই সাশ্রয়ী মূল্যের ফোনটি আনতে পেরেছি।
ডুয়াল সিমের ফোনটিতে রয়েছে ২.৪ ইঞ্চির ডিসপ্লে, ১৪৩০ মিলি-অ্যাম্পিয়ারের ব্যাটারি, ১ হাজার কন্ট্যাক্ট সেভ করার অপশন এবং কল রেকর্ডিংয়ের সুবিধা। ফোনটিতে ৬৪ জিবি পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করা যাবে আর ক্যামেরার সঙ্গে ফ্ল্যাশ লাইটও আছে। আর ব্যবহারকারীদের জন্য রয়েছে ১ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টির স্পেশাল অফার ।
রিয়েলমি টেক লাইফের সাব ব্র্যান্ড ডিজো। ফোনটি সেলেক্সট্রা লিমিটেডের অনলাইন ও অফলাইন উভয় প্ল্যাটফর্ম ছাড়া সারাদেশের সব মোবাইলের দোকানসহ, দারাজ, রবিশপে পাওয়া যাবে।