আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে বাংলাদেশের ৪টি ব্রোঞ্জপদক জয়

টেকশহর কনটেন্ট কাউন্সিলর : ১৯তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে অংশ নিয়ে বাংলাদেশ ৪টি ব্রোঞ্জপদক জয় করেছে। ৪০টি দেশের অংশগ্রহণে অনুর্ধ্ব-১৬ বয়সীদের নিয়ে আন্তর্জাতিক এই অলিম্পিয়াডটি কলম্বিয়ার রাজধানী বোগোতায় অনুষ্ঠিত হয় গত ২-১২ ডিসেম্বর । এতে ৬ সদস্যের বাংলাদেশ দল অংশ নেয় ।

১১ ডিসেম্বর দুপুরে বোগোতার একটি পাঁচ তারকা হোটেলে বিজয়ীদের হাতে পদক তুলে দেয়া হয়। করোনা মহামারির পর এবারই সরাসরি আইজেএসও অনুষ্ঠিত হল।

বাংলাদেশের পক্ষে পদক জয় করেন, খুলনা জিলা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী এস. এম. আব্দুল ফাত্তাহ ও কাজী নাদিদ হোসেন, ঢাকার উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থি আজমাঈন আদিব, এবং বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের নবম শ্রেণির শিক্ষার্থি মো: নাফিজ নূর তাস্বিন। ইউরোপ, এশিয়া, আমেরিকার ৪০টি দেশের সাথে প্রতিযোগিতা করে তারা এই পদক অর্জন করে।

Techshohor Youtube

কলম্বিয়া থেকে বাংলাদেশ দলের কান্ট্রি কো-অর্ডিনেটর ও বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ফারসীম মান্নান মোহাম্মদী জানান, “এবছর আমরা খুব চ্যালেঞ্জের মধ্য দিয়ে, অল্প সময়ের প্রস্তুতিতে আইজেএসও-তে অংশ নিয়েছি। তার উপর, ৪২ ঘন্টার ট্রানজিট এবং ফ্লাইট শেষে ৮,০০০ ফুট উচ্চতার শহরে জেটল্যাগ মানিয়ে নেওয়াও বেশ চ্যালেঞ্জিং ছিল। এতো কিছুর পরেও বাংলাদেশের এই সাফল্য আমাদেরকে বেশ উজ্জীবিত করেছে। বরাবরের মত ভাল ফলাফলের ধারাবাহিকতা আমরা ভবিষ্যতেও ধরে রাখব। তবে সেটা চ্যালেঞ্জ হবে।

বাংলাদেশ দলের পক্ষে ব্রোঞ্জপদক জয়ী খুলনা জিলা স্কুলের এস. এম. আব্দুল ফাত্তাহ ও কাজী নাদিদ হোসেন বলেন, গতবার হাইব্রিড পদ্ধতিতে আয়োজিত আইজেএসও-তে আমরা রৌপ্যপদক পেয়েছিলাম। কিন্তু এবারের সরাসরি আয়োজিত আইজেএসও-তে অংশ নেয়া ও পদক পাওয়া সম্পূর্ন ভিন্ন ধরনের অভিজ্ঞতা। এবছর এসএসসির টেস্ট পরীক্ষার জন্য আমরা প্রস্তুতির জন্য বেশিদিন সময় পাইনি। কিন্তু অল্প কয়েকদিনে আমাদের মেন্টররা আমাদের দলকে যথেষ্ট ল্যাব প্র্যাকটিস করার সুযোগ দিয়েছে। যা এই সাফল্য অর্জন করতে সহায়তা করেছে। এতে আমরা আনন্দিত।

বোগোতায় ছয় সদস্যের বাংলাদেশ দলের সঙ্গে দলনেতা অধ্যাপক ফারসীম মান্নান মোহাম্মদী ছাড়াও উপ-দলনেতা হিসেবে ছিলেন পিএইচডি গবেষক ইবরাহিম মুদ্দাসসির ও তাসনিম আরা। আগামী ১৪ ডিসেম্বর, বুধবার ঢাকা ফিরবে বাংলাদেশ দল। স্বাগত জানাবে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি।

এবারের বাংলাদেশ আয়োজনের পৃষ্ঠপোষক আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ বলেন, “বাংলাদেশের ছেলেরা বিশ্বের দরবারে বাংলাদেশের মুখ ক্রমান্বয়ে উজ্জ্বল করে চলেছে।

মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত এই আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশ দল ৮ম বারের মত অংশ নিয়েছে। ৪০ দেশের শিক্ষার্থীদের সঙ্গে পদার্থবিজ্ঞান, রসায়ন,  জীববিজ্ঞানের লিখিত পরীক্ষা ও সবগুলো বিষয়ের  ব্যবহারিক পরীক্ষার উপর প্রতিযোগিতা করে এই গৌরব অর্জন করে বাংলাদেশের শিক্ষার্থীরা। গত ৩ ডিসেম্বর শুরু হওয়া এই অলিম্পিয়াডে শিক্ষার্থীরা এমসিকিউ, থিওরি ও ব্যবহারিক অংশের পরীক্ষা দেয়। এর আগে গত সাত বছরে বাংলাদেশ দল ১২ টি রৌপ্য ও ১৭ টি ব্রোঞ্জ পদক অর্জন করেছিলো।

উল্লেখ্য, প্রতিবছর আল আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল নির্বাচন করে যৌথভাবে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন। এবছর আয়োজক হিসেবে যুক্ত হয়ে ছিল জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। আয়োজনের সহযোগী হিসেবে রয়েছে প্রথম আলো ও ম্যাসল্যাব। ম্যাগাজিন পার্টনার হিসেবে আছে কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা।

আরও পড়ুন

আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে বাংলাদেশের ৬টি পদক জয়

জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব শুরু

*

*

আরও পড়ুন