![]() |
টেকশহর কনটেন্ট কাউন্সিলর : সেলেক্সট্রার লাইফ স্টাইল শপে চলছে কনজুমার ক্যাম্পেইন। ক্যাম্পেইনে আইফোন, মটোরোলা ও লেনোভোর পণ্যে চলছে আকর্ষণীয় নানা অফার। স্ক্র্যাচ কার্ড ঘষে ক্রেতা পেতে পারেন নেপাল ভ্রমণ ছাড়াও নানা অফার। পুরস্কার হিসেবে আরও থাকছে মটোরোলা জি৩১ মোবাইল, ডিজো ওয়াচ, ডিজো বাডস জেড, এয়ারপড অথবা নগদ বিশ হাজার টাকা পর্যন্ত ছাড়। অফারটি চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
এছাড়া সেলেক্সট্রা লাইফ স্টাইল শপের অন্যান্য সকল লাইফস্টাইল পণ্যে চলছে ১০% ফ্ল্যাট ডিসকাউন্ট। ফ্ল্যাট ডিসকাউন্টের পাশাপাশি চলতি মাসের ১৬ তারিখ থেকে বিজয় দিবস উপলক্ষ্যে নগদের পক্ষ থেকে রয়েছে ১৬% (সর্বোচ্চ ১ হাজার টাকা পর্যন্ত) ক্যাশব্যাক অফার।
সেলেক্সট্রার পক্ষ থেকে জানানো হয়, একজন ক্রেতা স্ক্র্যাচ কার্ড না নিয়ে সুদহীন ইএমআই এর সুবিধাও নিতে পারেন সেলেক্সট্রার আউটলেট থেকে। ১০ হাজার টাকার উপরে যেকোনও পণ্য কিনলেই তিনি ৩, ৬, ৯ অথবা ১২ মাস পর্যন্ত যেকোনও মেয়াদে ইএমআই এর সুবিধাটি নিতে পারবেন।
বর্তমানে সেলেক্সট্রার লাইফ স্টাইল শপ রয়েছে বসুন্ধরা সিটির লেভেল ৬, ব্লক বি, শপ ৫৬ এই ঠিকানায়। খুব শীঘ্রই মোতালেব প্লাজার লেভেল ৫, শপ ৫২৯ ঠিকানায় আরও একটি লাইফ স্টাইল শপ চালু হবে ।
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি