চলমান আর্থিক সংকট কাটাতে সরকারের সাথে কাজ করবে ফিকি

টেকশহর কনটেন্ট কাউন্সিলর : চলমান আর্থিক সংকট কাটিয়ে উঠতে সরকারের সহযোগি হয়ে কাজ করবে বিদেশী বিনিয়োগকারীদের সংগঠন ‘দ্য ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’ (ফিকি)। চেম্বারের সভাপতি নাসের এজাজ বিজয় বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, রাজধানীর ওয়েস্টিন হোটেলে অনুষ্ঠিত ফিকির ৫৯তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ কথা বলেন।

নাসের এজাজ বিজয় বলেন, “চেম্বারের ৫৯তম এজিএমে উপস্থিত থাকতে পেরে আমি সম্মানিত ও আনন্দিত। আমরা সবাই জানি, গত ৫৯ বছরের গর্বিত যাত্রায়, ফিকির সদস্য কোম্পানিগুলো সরকারের অভ্যন্তরীণ রাজস্বের ৩০ শতাংশের বেশি অবদান রেখে আসছে এবং বাংলাদেশে ৯০ শতাংশের বেশি অভ্যন্তরীণ ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট’এর (এফডিআই) প্রতিনিধিত্ব করছে। এ
অবদানের মাধ্যমে ফিকি দেশের অর্থনীতির পরিবর্তনকারী এবং উন্নয়ন সহযোগিতে পরিনত হয়েছে।”

তিনি জানান, “আমাদের পরিচালনা পর্ষদ এবং কমিটির সদস্যসহ ২০০ টিরও বেশি সদস্য রয়েছে। যাদের মাধ্যমে আমরা এই প্রতিকূল অর্থনৈতিক পরিবেশের মধ্যেও সরকার, নীতি নির্ধারক, নিয়ন্ত্রক এবং বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে ক্রমাগত অ্যাডভোকেসি করে আমাদের সদস্যদের ব্যবসায়িক স্বার্থসংশ্লিষ্ট অনেক উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছি।

Techshohor Youtube

তিনি বলেন, “বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে লিকুইডিটি চ্যালেঞ্জ, বৈদেশিক মুদ্রাবিনিময় ঝুঁকি এবং মুদ্রাস্ফীতির চাপ স্বল্পমেয়াদে কিছু অনিশ্চয়তা তৈরি করেছে। তবে আমরা বিশ্বাস করি, বিশ্বব্যাপী চলমান এই সংকটের মধেও আমাদের সরকার যেসব পদক্ষেপ নিয়েছে তা বাংলাদেশকে একটি টেকসই ও স্থিতিশীল অর্থনীতির দিকে নিয়ে যাবে। আমরা বিশ্বাস করি, সাম্প্রতিক সময়ের এসব চ্যালেঞ্জ কখনোই বাংলাদেশর দীর্ঘমেয়াদী সম্ভাবনাকে সীমিত করবে না।

চেম্বারের ভবিষ্যৎ কার্যক্রমের বিষয়ে তিনি বলেন, “আমরা ফিকি’র মূল লক্ষ্য অর্জনের জন্য ৪টি বিষয়কে অগ্রাধিকার দিয়ে সামনের বছরগুলোতে আমাদের করণীয় নির্ধারন করেছি। সদস্যদের ব্যবসায়িক কার্যক্রম সহজ করতে অনুকূল পরিবেশ তৈরিতে সহযোগিতা করা, পলিসি অ্যাডভকেসি, ফিকির প্রচারনা ছাড়া্ও বাংলাদেশে বিনিয়োগের পরিবেশের সঠিক ব্র্যান্ডিংএর মাধ্যমে বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করতে আগামী বছর কিছু ফ্ল্যাগশিপ ইভেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে আমাদের।”

এজিএমে ফিকির সহ-সভাপতি স্বপ্না ভৌমিক, নির্বাহী পরিচালক টি আই এম নুরুল কবির, পরিচালনা পর্ষদ, ফিকি সদস্য ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

*

*

আরও পড়ুন