![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বিটিআরসির নতুন কমিশনার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুশফিক মান্নান চৌধুরী।
জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার তাঁর নিয়োগের এই প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে সম্পর্ক পরিত্যাগ করার শর্তে বিটিআরসির কমিশনার (ব্যবসা–বাণিজ্য বা অর্থ বা ব্যবস্থাপনা বা প্রশাসন) পদে মুশফিক মান্নান চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়েছে।
যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর তিনি এই দায়িত্ব পালন করবেন।
সোশ্যাল মিডিয়া ও মার্কেটিং বিষয়ে গবেষণার জন্য পরিচিত নাম ড. মুশফিক মান্নান চৌধুরী । তিনি ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য ও ঘাতক দালাল নির্মূল কমিটির অন্যতম উদ্যোক্তা আবদুল মান্নান চৌধুরীর ছেলে।
টেলিযোগাযোগ খাতের সরকারি দপ্তরে আরও একটি নতুন নিয়োগ হয়েছে। মঙ্গলবার ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) এর পরিচালক পদে নিয়োগ পেয়েছেন বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ বাকের। এর আগে তিনি এনটিএমসির মেইটেন্যান্স ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি