গ্যালাক্সি গোল চ্যালেঞ্জে বিজয়ীরা পাবে স্যামসাং ডিভাইস

টেকশহর কনটেন্ট কাউন্সিলর : ‘গ্যালাক্সি গোল চ্যালেঞ্জ – নামে একটি ফ্যান কনটেস্টের আয়োজন করেছে স্যামসাং। ফুটবল বিশ্বকাপ উদযাপনে এই আয়োজনে অংশগ্রহনকারীরা যত বেশি সংখ্যক গোল করবে তাঁদের জন্য সপ্তাহ শেষে থাকবে গ্যালাক্সি স্মার্টফোন ও অন্যান্য ডিভাইস। ক্যাম্পেইন শেষে, মেগা কম্বো পুরস্কার পাবেন সেরা ৩ বিজয়ী। 

চ্যালেঞ্জ চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। এ চ্যালেঞ্জটিতে অংশগ্রহণ করতে যে কোনো এন্ড্রয়েড স্মার্টফোন (এন্ড্রয়েড ৭+) থেকে লগ ইন করতে হবে samsunggol.com এই ওয়েবসাইটে।

স্যামসাংয়ের গ্যালাক্সি গোল চ্যালেঞ্জে স্কোর করতে কোনো গোলবারের জালে বল পাঠানো লাগবে না । শুধু ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে লগ-ইন করলেই হবে। লগ ইন করার পরই হোমপেজে নিয়ম, লিডারবোর্ড ও পুরস্কারের তালিকা দেখা যাবে। ‘প্লে’ অপশনে ট্যাপ বা ক্লিক করলে খেলা শুরু হবে। এরপর অংশগ্রহণকারীদের ফোনের ক্যামেরা দিয়ে একটি বৃত্ত খুঁজে বের করার জন্য স্ক্রিনে ফুটবল ট্যাপ করে ধরে রাখতে হবে – লক্ষ্য একটাই, ‘গোল’ দেয়া। সবচেয়ে ভালো সার্কেল বা বৃত্ত আকার ভিত্তিতে পয়েন্ট দেয়া হবে। পাশাপাশি, জয় নিশ্চিত করার জন্য সবচেয়ে কম চেষ্টা করে কম সময়ে সবচেয়ে ভালো বৃত্ত আঁকতে হবে।

Techshohor Youtube

প্রত্যেক অংশগ্রহনকারী প্রতিদিন ১০টি করে গোল করতে পারবেন। এছাড়াও, অংশগ্রহণকারীরা শেয়ার পয়েন্ট ফিচারের মাধ্যমে তাদের পয়েন্টস বন্ধুদের সাথে শেয়ার করে ২০ বোনাস পয়েন্ট অর্জন করতে পারবেন। সপ্তাহের পুরো পয়েন্টের ওপর ভিত্তি করে, সপ্তাহে ৫ জন ভাগ্যবান বিজয়ী পুরস্কার হিসেবে পাবেন গ্যালাক্সি স্মার্টফোন ও অন্যান্য ডিভাইস। ক্যাম্পেইন শেষে, মেগা কম্বো পুরস্কার পাবেন সেরা ৩ বিজয়ী। 

স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের হেড অব এমএক্স বিজিনেস মো. মূয়ীদুর রহমান এ প্রসংগে বলেন, “বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া উৎসবটি এখন চলছে আর আমরা এই উৎসবটি স্যামসাংয়ের ফ্যান ও ফলোয়ারদের জন্য স্মরণীয় করে রাখতে চাই। মাঠে যখন ফুটবল খেলার উন্মাদনা চলবে, তখন আমাদের ফ্যানরাও গ্যালাক্সি গোল চ্যালেঞ্জের মাধ্যমে ঘরে বসেই আনন্দ উদযাপন করতে পারবেন।”

*

*

আরও পড়ুন