![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সেবার মানের ইস্যুতে সিম বিক্রির নিষেধাজ্ঞার মধ্যেও অন্য অপারেটর হতে গ্রামীণফোনে আসতে এমএনপিতে আবেদন করেছে বিভিন্ন কর্পোরেট দপ্তর-প্রতিষ্ঠান।
এসব প্রতিষ্ঠানে অন্য অপারেটরগুলোর ৫ হাজার সংযোগ ছিলো। সিম বিক্রির নিষেধাজ্ঞার কারণে আটকে ছিলো তাদের আবেদনও।
কোনো অপারেটরের নেটওয়ার্ক সমস্যাসহ সেবার মান নিয়ে অসন্তুষ্টি থাকলে কিংবা ইচ্ছায় গ্রাহক চাইলে নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর বদলে ফেলাই এমএনপি।
রোববার এই ৫ হাজার সংযোগকে গ্রামীণফোনে নেয়ার অনুমতি দেয়া হয়েছে। এদিন সরকারি-বেসরকারি দপ্তর-প্রতিষ্ঠানে মোট ৭৮ হাজার সিম বিক্রির যে অনুমতি দেয়া হয়েছে গ্রামীণফোনকে, সেখানে এই ৫ হাজার এমএনপি পোর্টইনও রয়েছে।
গ্রামীণফোনের সিনিয়র ডিরেক্টর কর্পোরেট অ্যাফেয়ার্স টেকশহর ডটকমকে বলছিলেন, উন্নত ও ভালো সেবার মান পাওয়ার আস্থা হতেই এসব গ্রাহকরা গ্রামীণফোনে আসতে চাইছেন।
চলতি বছরের ২৯ জুন সেবার মানের প্রশ্নে গ্রামীণফোনের সব রকমের সিম বিক্রি বন্ধের নির্দেশনা দেয় বিটিআরসি। এরপর ১৩ লাখ রিসাইকেল সিম বিক্রির অনুমতি দিয়ে কিছুদিন পর তা প্রত্যাহার করা হয়।
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি