![]() |
আল-আমীন দেওয়ান : গ্রামীণফোন, রবি ও বাংলালিংকে নতুন আর্থিক অডিট আসছে।
ইতোমধ্যে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিটিআরসিও এ অডিট করতে পদ্ধতিগত বিষয়গুলো পর্যালোচনা করছে।
নতুন এই অডিট আগের অডিটের সময়ের পর থেকে করা হবে। সে হিসেবে ২০১৫ সাল হতে গ্রামীণফোন ও রবির নতুন অডিট করা হবে। আর বাংলালিংকের ২০২০ সাল হতে। যদিও বাংলালিংকের ২০১৯ সাল পর্যন্ত করা অডিট প্রতিবেদন এখনও অপেক্ষায়।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার টেকশহর ডটকমকে জানান, ‘ফাঁকি প্রতিরোধ করার একটি উপায় হচ্ছে অডিট। সেটি করা হচ্ছে। তার প্রস্তুতিও নেয়া হচ্ছে।’
সর্বশেষ কত বছর পর্যন্ত সময় এবারের অডিটে আসবে এমন জিজ্ঞাসায় মন্ত্রী বলেন, ‘গত অর্থবছর (২০২১-২২) পর্যন্ত নির্দেশনা দেয়া হয়েছে। এখন যতটুকু করতে পারে, কারণ এটি বেশ বড় কাজ।’
‘গ্রামীণফোন, রবি, বাংলালিংক সবার ক্ষেত্রেই এই অডিট হবে’ উল্লেখ করেন মন্ত্রী।
এদিকে এরআগের অডিটে গ্রামীণফোন ও রবির কাছে প্রায় সাড়ে ১৩ হাজার কোটি টাকার দাবি রয়েছে বিটিআরসির। যা নিয়ে পক্ষগুলোর মধ্যে মতবিরোধ তুঙ্গে উঠেছিলো।
যেখানে পাওনা আদায়ে ব্যন্ডউইথ কমানো, নেটওয়ার্ক সম্প্রসারণ, রক্ষণাবেক্ষণ, নতুন সেবার অনুমোদন বন্ধ করা হয়েছিলো । গ্রামীণফোনে প্রশাসক বসানোসহ লাইসেন্স বাতিলের আল্টিমেটামও এসেছিলো । সমস্যা সমাধানে অর্থমন্ত্রীসহ সরকারের শীর্ষ নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা হলেও সুরাহা হচ্ছিলো না। এমনকি অডিট আপত্তির পাওনা নিয়ে আরবিট্রেশনের জন্য মহামান্য রাষ্ট্রপতির কাছে উকিল নোটিশও গেছে। পরিস্থিতি গড়িয়েছে আদালত পর্যন্ত।
শেষ পর্যন্ত গ্রামীণফোনের কাছে অডিট আপত্তির ১২ হাজার ৫৭৯ কোটি ৯৫ লাখ টাকা হতে ২ হাজার কোাটি টাকা এবং রবির অডিট আপত্তির ৮৬৭ কোটি ২৪ লাখ টাকা হতে ১৩৮ কোটি টাকা আদায় করেছে বিটিআরসি।