ফেসবুক হ্যাকড আইডি ফিরিয়ে আনার কার্যকরী সহজ উপায়

ফেসবুক আইডি হ্যাক হলে ফিরে পাবার উপায়
ফেসবুক আইডি রিকভার করার নিয়ম

টেকশহর কনটেন্ট কাউন্সিলর:  প্রতিদিনের অভ্যাসবশত ঘুম থেকে উঠে আপনি আপনার ফেসবুক আইডি ঢুকার চেষ্টা করলেন। কিন্তু অনেকবার চেষ্টার পরও কোনভাবেই আপনি আপনার আইডিতে ঢুকতে পারলেন না। হঠাৎ দেখলেন আপনার ফেসবুক আইডি হ্যাক হয়ে গিয়েছে। এতে আপনি ভয় পেয়ে যেতে পারেন। কারণ ফেসবুকে আপনার অনেক ব্যক্তিগত তথ্য, আরোও অনেক গুরুত্বপূর্ণ কিছু থাকতে পারে। যদিও ভয় পাওয়া স্বাভাবিক, কিন্তু এতে ঘাবড়ানো বা বিচলিত হবার কিছুই নেই। ফেসবুক হ্যাক আইডি ফিরিয়ে আনার উপায়ও কিন্তু আছে। ফেসবুক হ্যাক কিভাবে ঠিক করা যায় এ ব্যাপারেও কিন্তু আপনাকে জানতে হবে। তাই মাথা গরম না করে, ঠান্ডা মাথায় ফেসবুক আইডি রিকভার করার নিয়ম এবং এর সহজ কিছু উপায় জেনে নেয়া যাক।  তাই হ্যাকারদের থেকে নিজের আইডিকে সুরক্ষিত রাখতে সর্বোচ্চ চেষ্টা রাখতে হবে।

ফেসবুক আইডি হ্যাক হলে উদ্ধার এবং ফিরে পাবার উপায় 

কি কি কারণে ফেসবুক হ্যাক হতে পারে?

বিভিন্ন কারণেই ফেসবুক আইডি হ্যাক হতে পারে। কেউ শুধুমাত্র মজা করার জন্য অন্য কারো ফেসবুক আইডি নিজের নিয়ন্ত্রনে নিয়ে নিতে পারে। আইডি হ্যাকের মাধ্যমে ব্যবহারকারীরর সমস্ত ব্যাক্তিগত তথ্য নিয়ে মোটা অংকের অর্থ হাতিয়ে নিতে চায়। আবার অনেক ভুয়া ওয়েবসাইট রয়েছে যেগুলো আইডি হ্যাকের মাধ্যমে ব্যবহারকারীর তথ্য বিজ্ঞাপন প্রতিষ্ঠানগুলোর কাছে বিক্রি করে দেয়। কখনো কখনো ব্যবহারকারীর তথ্য, ছবি , ভিডিও বিক্রি করে দেয়া হয়। এ রকম নানাবিধ উদ্দেশ্যে হাসিলে পাসওয়ার্ড আইডি অন্যকারো নিয়ন্ত্রনে চলে যেতে পারে। তাই ফেসবুক আইডি হ্যাকের কারণগুলো জানা থাকলে এই বিড়ম্বনা এড়িয়ে যাওয়াটা সহজ হয়। 

কি কি ভাবে ফেসবুক আইডি হ্যাক হতে পারে?

অনেক সময় দেখা যায় হ্যাকাররা ছদ্মবেশে টার্গেট করা ফেসবুক ব্যবহারকারীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলে। তার বিভিন্ন তথ্য সংগ্রহ করতে থাকে। একপর্যায়ে এই বন্ধু হয়তো ইনবক্সে কিছু লিংক পাঠাবে। এসব লিংকে ক্লিক করলেই ব্যবহারকারীর গোপন পাসওয়ার্ড ও ইমেইল আইডি হ্যাকারের কাছে চলে যাবে।

Techshohor Youtube

আবার অনেকেই দেখা যায় সাইবার ক্যাফেতে কম্পিউটারে অন্যকোন কাজ করার সময় ফেসবুকও লগ ইন করেন। কিন্তু কাজ শেষে ফেসবুক লগ অফ করতে ভুলে যান। অনেকে আবার বুঝতে পারেন না রিমেম্বার পাসওয়ার্ড দেয়া আছে। এভাবে নিজের অজান্তেই অন্যকেউ ফেসবুক পাসওয়ার্ড হাতিয়ে নিতে পারে। এছাড়া কিছু কিছু ওয়েবসাইট রয়েছে যেখানে শেয়ার বাটনে ক্লিক করা ঝুঁকিপূর্ণ। কারণ থার্ড পার্টি অ্যাপে ছবি বা কোন তথ্য শেয়ার করতে হলে সেখানে কিছু অপশন থাকে যেখানে ক্লিক করলে অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড হ্যাক হতে পারে। 

ফেসবুকে থাকা নানা অ্যাপ সম্পর্কেও সতর্ক থাকতে হবে। অনেকেই এসব অ্যাপকে ফেসবুক পাসওয়ার্ডসহ নানা তথ্য দেন। এসব অ্যাপ কর্তৃপক্ষ এ তথ্যগুলো বিভিন্ন বিজ্ঞাপনী সস্থার কাছে বিক্রি করে দেন। 

অ্যাকাউন্ট ফিশিং বলে হ্যাকারদের একটি কৌশল রয়েছে। এই প্রক্রিয়ায় হ্যাকাররা ফেসবুক ম্যাসেজ অথবা ইমেইলে বিভিন্ন লিংক পাঠায়। ফেসবুকে আসা লিংকের মতো করেই এর নোটিফিকেশন আসে। এগুলো যে ফেসবুকের নয় তা সহজে বোঝা যায় না। এগুলোকে ফিশার ওয়েবসাইট বলা হয়। তাই এসব ওয়েবসাইটে ক্লিক করলেই আইডি চলে যাবে হ্যাকারদের দখলে। 

আমার ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে কিভাবে বুঝবো বা জানতে পারবো?

ফেসবুক আইডি হ্যাকারদের কবলে পড়লে তা বেশিরভাগ ক্ষেত্রেই দৃশ্যমান হয় । অ্যাকাউন্ট সত্যি হ্যাক হয়েছে কিনা তা বুঝতে অ্যাকাউন্টের লগ ইন হিস্ট্রি দেখতে হবে। এজন্য প্রথমেই ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করতে হবে। এরপর সেটিংস ও প্রাইভেসিতে ক্লিক করে সেখান থেকে সেটিংস এ যেতে হবে। এরপর সিকিউরিটি অ্যান্ড লগ ইন এ ক্লিক করতে হবে। সেখানে থাকা ওয়্যার ইউ লগ ইন সেকশনে ক্লিক করলেই কোন স্থান ও ব্রাউজার থেকে অ্যাকাউন্টটি লগ ইন করা হয়েছে তার তালিকা দেখা যাবে। সেখানে অজ্ঞাত কোন লগ ইন এর তথ্য পাওয়া গেলেই বুঝতে হবে অ্যাউন্টটি হ্যাক হয়েছে। 

স্টেপ বাই স্টেপ ফেসবুক আইডি রিকভার করার নিয়ম এবং সহজ উপায়

১. সবার প্রথমেই https://www.facebook.com/hacked  এই লিংকে প্রবেশ করতে হবে। 

২. এরপর  “My account is compromised” এখানে ক্লিক করতে হবে। 

৩. হ্যাক হওয়া অ্যাকাউন্টটির তথ্য চাইলে সেখানে উল্লেখ করা মোবাইল অথবা ফোন নম্বর যে কোন দুটি অপশনের একটির তথ্য দিতে হবে।  

৪. তথ্য সঠিক হলে আগের অ্যাকাউন্ট দেখাবে ও বর্তমান বা পুরাতন পাসওয়ার্ড চাইবে।

৫. এক্ষেত্রে পুরাতন পাসওয়ার্ড দিয়ে পেজটি কন্টিনিউ রাখতে হবে। হ্যাকার যদি ইমেইল অ্যাড্রেস,ফোন নম্বরসহ লগইন এর জন্য প্রয়োজনীয় তথ্য পরিবর্তন করে থাকে তাহলে  Need another way to authenticate? -> Submit a request to Facebook  তাহলে ক্লিক করে ফেসবুক প্রোফাইল পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় তথ্য ও আইডি সরবরাহের ফর্ম পূরণ করে হ্যাকড হওয়া ফেসবুক একাউন্ট উদ্ধার করা সম্ভব। 

৬. এছাড়া সোশ্যাল মিডিয়ায় হ্যাকি এর জন্য সিআইডির সাইবার পুলিশ সেন্টারে যোগাযোগ করা যায়। 

ফেসবুক একাউন্ট হ্যাক হলে করণীয় এবং কিভাবে ঠিক করা যায়?

সাধারনত মানুষ দুইভাবে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে থাকে। এক, মোবাইল নম্বর দিয়ে। দুই, ইমেইল আইডির মাধ্যমে। 

মোবাইল নম্বর দেয়া থাকলে 

হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে সহজেই হ্যাকড হওয়া ফেসবুক আইডি খুঁজে বের করা যায়। যাদের আইডিতে মোবাইল নম্বর দেয়া থাকলে ব্যাপারটি খুবই সহজ। আইডি রিকোভার করতে গেলে যদি ফেসবুক কর্তৃপক্ষের ওটিপি ব্যবহারকারীর কাছে পৌছে তাহলে খুব সহজেই ওটিপি বা গোপন নম্বর নিশ্চিত করার মাধ্যমে আইডি ফেরত পাওয়া যায়। এক্ষেত্রে ফোন নম্বর বা ইমেইল আইডি দিয়ে লগইন করার চেষ্টা করতে হবে। এক্ষেত্রে লগইন না হয়ে ফরগেট পাসওয়ার্ড এ ক্লিক করে আইডি খুলতে যে নম্বর দেয়া হয়েছিল তা আবার সেখানে লিখতে হবে। 

আরো সহজে বলা যায় মোবাইল নম্বর থেকে হারানো আইডি ফিরে পেতে হলে প্রথমে ফাইন্ড ইয়োর একাউন্ট এ ক্লিক করতে হবে। এরপর ফাইন্ড ইয়োর একাউন্ট উইথ ফোন নম্বর এ ক্লিক করতে হবে। সেখানে আইডি খোলার সময় দেয়া ফোন নম্বর দিতে হবে। এরপর ব্যবহারকারীরর ফোনের মেসেজ অপশন থেকে সিকিউরিটি কী দিয়ে আইডি কনফার্ম করতে হবে।

ইমেইল দেয়া থাকলে

আইডিতে হয়তো মোবাইল নম্বর দেয়া নেই; ইমেইল আইডি দেয়া আছে। কিন্তু আইডিটি হ্যাক হয়ে গিয়েছে। এক্ষেত্রে 

-জানা আছে এমন তথ্যগুলো দিয়ে লগইন করতে হবে

-এরপর ট্রাই ইন এন এনাদার ওয়ে তে ক্লিক করতে হবে

-ব্যবহারকারীরর দেয়া ইমেইল সিলেক্ট করতে হবে

-ই-মেইলে যাওয়া গোপন নম্বর নিশ্চিত করার মাধ্যমে আইডি ফিরে পাওয়া যায়। তবে প্রফেশনাল হ্যাকাররা আইডি পরিবর্তন করে ফেলে । এ বিষয়টি আগে থেকেই নিশ্চিত হয়ে নিতে হবে। 

মোবাইল নম্বর বা ইমেইল আইডি কোনটিই  না থাকলে

যদি মোবাইল নম্বর অথবা ইমেইল আইডি কোনটিই না থাকে তাহলে ফেসবুক আইডির নামটুকো অন্তত মনে থাকলে এটি একটি উপায়। এক্ষেত্রে ফেসবুকের পক্ষ থেকে ৫ থেকে ১০ জন একটিভ ফ্রেন্ডের নাম বাছাই করতে বলা হবে। বাছাইকৃত বন্ধুদের কাছে তাদের ইনবক্সে ভুক্তভুগির আইডির একটি লিংক ও গোপন নম্বর পাঠানো হবে। এই ফ্রেন্ডদের থেকে এই আইডি লিংক ও গোপন নম্বর জেনে নিয়ে আইডিতে সাবমিট করলেই হারানো আইডি ফিরে আসবে। 

কিভাবে ফেসবুক আইডি ফিরে পাব?

মূলত দুটি পদ্ধতিতে খুব সহজেই ফেসবুক আইডি ফিরিয়ে আনা যায়।

১.ফেসবুক হেল্প সেন্টারের মাধ্যমে

২.সাইবার সিকিউরিটি ডিপার্টমেন্টের সহযোগিতায়

ফেসবুকে দেয়া মোবাইল ও ইমেইল এড্রেস ঠিক থাকলে আইডি ফিরিয়ে আনার কাজটি সহজ হয়ে যায়। এগুলোর এক্সেস না থাকলে নিচের নিয়ম ও শর্ত পূরণ করে আইডি ফেরত আনতে হবে। শর্তগুলো হচ্ছে-

-সরকার অনুমোদিত আইডি কার্ড, পাসপোর্ট, ভোটার আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 

-ফেসবুকে আইডির নাম আইডি কার্ডের সংগে মিল থাকতে হবে

-জন্মতারিখে মিল থাকতে হবে

-ফেসবুক আইডির প্রোফাইল লিংক সগ্রহে রাখতে হবে।

সাইবার সিকিউরিটির ডিপার্ট্মেন্টের সহযোগীতায় ফেসবুক আইডি হ্যাক হলে উদ্ধার বা ফিরে পাবার উপায়

প্রফেশনাল ও দক্ষ হ্যাকাররা আইডি হ্যাক করার পর মোবাইল নম্বর ও ইমেইল অ্যাড্রেসও পরিবর্তন করে ফেলে। এ ধরনের পরিস্থিতিতে সাইবার সিকিউরিটি ডিপার্টমেন্টের সহযোগিতা নিয়ে আইডিটি ফিরিয়ে আনা সম্ভব। 

সবার প্রথমেই আইডি হ্যাক হওয়া নিয়ে নিকটস্থ থানায় জিডি করতে হবে। এসময় ফেসবুকের লিংক প্রয়োজন হবে। সাথে আইডি কার্ডও রাখা প্রয়োজন। পরবর্তী পর্যায়ে জিডির বিষয়টি  উল্লেখ করে সাইবার সিকিউরিটি বিভাগের সহায়তা চাইতে হবে। এজন্য আবেদন জানিয়ে ইমেইল পাঠাতে হবে। এই ইমেইলের সাথে জিডির স্ক্যান কপি বা ক্লিয়ার ছবি,ভোটার আইডি কার্ডের স্ক্যান, হ্যাকড হওয়া আইডির লিংক,নতুন খোলা ইমেইল অ্যাড্রেস সংযুক্ত হিসেবে দিয়ে দিতে হবে। 

জিডির কপি ও আইডি কার্ডের স্ক্যান কপি সাইবার সিকিউরিটির ইমেইল এড্রেসে পাঠাতে হবে। ব্যাস আপনার কাজ শেষ। আইডি ফিরিয়ে দেয়ার বাকি কাজ সাইবার সিকিউরিটি বিভাগই করে দিবে।

*

*

আরও পড়ুন