ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার এবং কার্যকরি কৌশল

বিনোদনের দুনিয়ায় সবার বন্ধু ইউটিউব।  বিনোদনের পাশাপাশি এখন শেখারও এক অনন্য জায়গা হয়ে উঠেছে ইউটিউব৷ এজন্য প্রায়ই ইউটিউবের দেখা ভিডিও ডাউনলোড করা দরকার হয়ে ওঠে। বিষয়টি বেশ সহজ, তবে তার জন্য জানতে হবে কি উপায়ে এই সহজ কাজটির সমাধান করা যায়। ডাউনলোড করার সফটওয়্যার  বা এ্যাপের নাম জানা থাকলে ইউটিউব থেকে সহজে ভিডিও ডাউনলোড করা যাবে। এসব ডাউনলোডার এ্যাপের সাথে পরিচয় থাকলে ইউটিউব ভিডিও ডাউনলোড একদম ঝামেলাবিহীন। 

 ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার

পিসিতে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে যে সকল ব্যবহার করতে পারেন –

১. ক্লিপকনভার্টার দিয়ে ইউটিউব ভিডিও ডাউনলোড 

ইউটিউব থেকে ভিডিও কনভার্ট করে ডাউনলোড করার জনপ্রিয় ওয়েবসাইট ক্লিপকনভার্টার। পিসি বা মোবাইলে সহজেই এটি থেকে ইউটিউব ভিডিও ডাউনলোড করা যায়। এখানে থ্রি জিপি, এমপি ফোর,  এইচডি, ফুল এইচডি, এভিআইসহ নানা ফরম্যাটে ভিডিও ডাউনলোড করা যায়। এটি মোবাইলে ব্যবহারের জন্য অপেরা মিনি, গুগল ক্রোম, ফায়ারফক্স ব্রাউসার ব্যবহার করতে হয়। 

Techshohor Youtube

২. ওয়াইটুমেট ওয়েবসাইট দিয়ে ভিডিও ডাউনলোড 

ওয়াইটুমেট (www.y2mate.com)  এমন একটি ওয়েবসাইট যার দ্বারা যেকোন ইউটিউব ভিডিওর ইউআরএল লিংক এড্রেস দিয়ে সেই ভিডিওটি নিজের মোবাইলে বা পিসিতে ডাউনলোড করা যাবে। এক্ষেত্রে ইউটিউবের ভিডিও প্লে করে ইউআরএল টি এড্রেসবার থেকে কপি করে সোজাসুজি Y2mate ওয়েবসাইটে গিয়ে সার্চ বা পেস্ট করতে হবে। সার্চ দেবার পর ভিডিওটি পাওয়া গেলে দেখা যাবে ডাউনলোড অপশন।  কোন ভার্সনে ইউটিউব ভিডিওটি ডাউনলোড করতে হবে তা সিলেক্ট করে মোবাইল বা পিসিতে ডাউনলোড করা যাবে। 

৩. ফোর কে ভিডিও ডাউনলোডার 

ফোরকে ভিডিও ডাউনলোডার একটি এ্যাপ যার সাহায্যে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে কোন ঝামেলা পোহাতে হয় না। প্রতিনিয়ত আপডেট হওয়া এই এ্যাপটি নামের মতোই কাজ করে। এখানে বিভিন্ন ফরম্যাটের ইউটিউব ভিডিও সাবটাইটেল সহ ডাউনলোড ও স্টোর করা যায়। সবচেয়ে মজার বিষয় হলো, কারো সাবস্ক্রাইব করা একটি ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও কয়েকটি ক্লিকেই একসাথে ডাউনলোড করা যায়। ইউটিউব ছাড়াও ভিমিও ফেসবুকসহ বেশকিছু সাইট থেকে এই সফটওয়্যারের সাহায্যে ভিডিওগুলো ডাউনলোড করা যাবে।  

৪. ফ্রিমেইক ভিডিও ডাউনলোডার

ফ্রিমেইক ভিডিও ডাউনলোডার ব্যবহার করে ইউটিউব ভিডিও গুলো যেকোন ফরম্যাটে ডাউনলোড করা যায়। ফ্রিমেইক এর ওয়েবসাইট দাবী করে তারা দশ হাজারের বেশি সাইট থেকে ভিডিও ডাউনলোড করতে পারে এবং বিশ্বজুড়ে তিরাশি মিলিয়ন ইউজার ফ্রিমেইক ব্যবহার করে৷ একসাথে একাধিক ইউটিউব ভিডিও ডাউনলোড করার জন্য ফ্রিমেইক ব্যবহার বেশ কার্যকর।  

৫. গিহোস সফট টিউবগেট

টিউবগেট হচ্ছে আরেকটি ফ্রি সফটওয়্যার যা ইউটিউব ভিডিও ডাউনলোডকে সহজ করে৷ প্রায় দশ হাজার সাইটের ভিডিও ডাউনলোড করতে এটি সাহায্য করে। এতে একটি বিল্ট ইন এমপি থ্রি কনভার্টার রয়েছে। টিউবগেটে একইসাথে পাঁচটি ভিডিও ডাউনলোড করা যায়। এইচডি, এসডি, ফোর কে ভিডিও অনায়াসে ডাউনলোড করা যায় টিউবগেট ব্যবহার করে। 

৬. আইরি 

আইরি হলো আরেকটি জনপ্রিয় ভিডিও ডাউনলোডার সফটওয়্যার। ফ্রি ভিডিও ডাউনলোডের জন্য ইউটিউব ভিডিও এর লিংক কপি করে আইরি সফটওয়্যারে যুক্ত করে দিলে সে নিজেই ডাউনলোডের বাকি কাজ করে ফেলে। এই সফটওয়্যারে ভিডিওর পাশাপাশি অডিও কোয়ালিটিও সিলেক্ট করে দেয়া যায়। আইরিতে রয়েছে একটি ওয়েব ব্রাউজার প্লাগইন যা পিসির সব ব্রাউজারে লিংকড করে দিলে এক ক্লিকে সরাসরি ব্রাউজার থেকেই সফটওয়্যার ভিডিও লিংকগুলোকে ট্রান্সফার  করে নিতে পারে। এই সফটওয়্যারটি ইউটিউব প্লেলিস্ট ও সাপোর্ট করে। 

৭. ওয়াইটিডি ভিডিও ডাউনলোডার 

ইউটিউবসহ পঞ্চাশটির বেশি ভিডিও হোস্টিং সাইট থেকে ভিডিও ডাউনলোড সাপোর্ট করে ওয়াইটিডি ভিডিও ডাউনলোডার। বাৎসরিক চার্জ দিয়ে প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনে নিলে সেরা ফাংশন পাওয়া যায় যেমন একাধিক ভিডিও ডাউনলোড, ডাইনলোড একসেলারেশন, এ্যাড ফ্রি  ভিডিও। সফটওয়্যারটিতে অ্যান্ড্রয়েড ও আইওএস এ্যাপ থাকলেও কাজ করে শুধু অ্যান্ড্রয়েড এ্যাপ। ক্রোম, ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার,  এজ ব্রাউজারের সাথে ওয়াইটিডি ভিডিও ডাউনলোডার সহজেই ইন্টগ্রেটেড করে দেয়া যায়।  

৮. ইউটিউব বাই ক্লিক 

ক্রোম, ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার,  এজ ব্রাউজারের সাথে ইউটিউব বাই ক্লিক সহজেই ইন্টগ্রেটেড করে দেয়া যায়। নন কমার্শিয়ালি ফ্রি ইউজ করা গেলেও চল্লিশ ডলার দিয়ে প্রিমিয়াম সংস্করণ কিনলে দারুন অভিজ্ঞতা পাওয়া যাবে। নন কমার্শিয়ালি ফ্রি ইউজ করা গেলেও চল্লিশ ডলার দিয়ে প্রিমিয়াম সংস্করণ কিনলে দারুন অভিজ্ঞতা পাওয়া যাবে।

৯. এ্যানি ভিডিও কনভার্টার 

এ্যানি ভিডিও কনভার্টার ইউটিউব ভিডিও ডাউনলোড করার আরও একটি দারুন উপায়। এছাড়া ফেসবুক, ভিমিওসহ একশোটির বেশি সাইট থেকে ভিডিও ডাউনলোড করা যায় এর মাধ্যমে। নেটফ্লিক্সের মতো স্ট্রিমিং সাইটের ভিডিও ডাউনলোড করাও সহজ এর মাধ্যমে। এ্যানি ভিডিও কনভার্টারের প্রিমিয়াম সংস্করণ পেতে খরচ করতে হবে পঞ্চাশ ডলার। 

১০. ডিএলনাউ ভিডিও ডাউনলোডার 

ডিএলনাউ একটি ফ্রি ও এ্যাডলেস ভিডিও ডাউনলোডার সফটওয়্যার যা থেকে ইউটিউব ভিডিও ডাউনলোড করা যায়। এর সাহায্যে প্রায় পাঁচশো সত্তরটির বেশি ওয়েবসাইট থেকে ভিডিও ডাউনলোড করা যায়।  বিল্ট ইন এমপি থ্রি কনভার্টারের সাহায্যে ইউটিউব ভিডিওর অডিও ফাইল সরাসরি ডাউনলোড করা যায়। সর্বোচ্চ রেজুলেশন ও একসাথে একাধিক ফাইল ডাউনলোডের সুবিধা আছে ডিএলনাউ ভিডিও ডাউনলোডারে। 

১১. কিপভিড

ইউটিউব ভিডিও ডাউনলোড করার কার্যকর ওয়েবসাইট কিপভিড। ইউটিউব ছাড়াও আঠাশটি ওয়েবসাইট থেকে এর সাহায্য ভিডিও ডাউনলোড করা যায়। সাউন্ডক্লাউডের গানও ডাউনলোড করা যায় সহজে। ডাউনলোড বক্সে শুধু কপি করা লিংকটি পেস্ট করতে হবে। পেস্ট করার পরে কয়েকটি অপশন সিলেক্ট করে ডাউনলোড করতে হবে। লেটেস্ট জাভা ইন্সটল করা থাকলে এটি ব্যবহার করা আনন্দদায়ক হয়। এদের ডেক্সটপ সফটওয়্যারের নাম কিপভিড প্রো যার বাৎসরিক ফি ঊনত্রিশ ডলার। 

১২. টিউব নিনজা 

টিউব নিনজা শুরুতে ছিলো ইউটিউব ডাউনলোডার নামে, পরে সাইটের নাম বদলে সার্ভিস কন্টিনিউ করছে।  ইউটিউব ভিডিও ডাউনলোড করার পাশাপাশি এটি বিভিন্ন হোস্টিং সাইট সাপোর্ট করে, বিভিন্ন ভাষা সাপোর্ট করে, এদের রয়েছে একটি আলাদা ব্রাউজার।  যে কোন ইউটিউব লিংকের আগে dl যোগ করে dlyoutube.com দিলেই প্রয়োজনীয় লিংকটি টিউব নিনজা সাইটে চলে আসবে৷ 

১৩. ফাস্টেষ্ট টিউব

ফাস্টেষ্ট টিউব হলো ডাউনলোডার টুল। এটি অপেরা, সাফারি, ক্রোম, ফায়ারফক্স, ইন্টারনেট, এক্সপ্লোরারসহ বিভিন্ন ব্রাউজারে এক্সটেনশন ওয়েতে ইন্সটল করা যায়। ইন্সটলের পরে যে কোন ইউটিউব ভিডিও লোড দিলে একটি ডাউনলোড নামে ভিন্ন একটি বাটন যোগ হবে।এরপর ভিন্ন ভিন্ন সাইটের জন্য প্রয়োজনীয় ভিডিও ডাউনলোড করা যায়। 

১৪. ভিডমেট 

মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোডের জন্য অন্যতম জনপ্রিয় সফটওয়্যার ভিডমেট। ভিডমেট এ্যাপের মাধ্যমেও দ্রুত ইউটিউব ভিডিও ডাউনলোড করা যায়। ইউটিউব ছাড়াও যেকোন ভিডিও,  মুভি, মিউজিক ও টিভি শো ডাউনলোড করা যায় তাও আবার এক ক্লিকেই। 

১৫. স্ন্যাপটিউব 

স্ন্যাপটিউব  একটি ফ্রি মোবাইল এ্যাপ যা দিয়ে 144p থেকে শুরু করে 4k কোয়ালিটির ভিডিও ডাউনলোড করা যায়। এটি খুব দ্রুত ও স্মার্ট ইউটিউব ভিডিও ডাউনলোডার এ্যাপ যা ইতিমধ্যে দারুন জনপ্রিয়তা পেয়েছে। 

১৬.  ইউটিউব গো 

ইউটিউব গো হচ্ছে গুগল এর অফিসিয়াল এপ্লিকেশন যা দিয়ে বৈধভাবে ফ্রি ইউটিউব ভিডিও ডাউনলোড করা যায়। অফলাইনে দেখার জন্য ভিডিও সেইভ করে রাখাসহ বেশ কিছু দারুন ফিচার উপভোগ করতে পারবেন। তবে এর দ্বারা শুধু ইউটিউব ভিডিও ডাউনলোড করার সুযোগই থাকছে, অন্য প্ল্যাটফর্মের কোন ভিডিও ডাউনলোড করা যাবে না। 

১৭. ইন্সটিউব 

আরও একটি সেরা ভিডিও ডাউনলোডার এ্যাপ হলো ইন্সটিউব। ইউটিউব ভিডিও ডাউনলোড করার পাশাপাশি শতাধিক সাইটের ভিডিও, মুভি, মিউজিক, টিভি শো ডাউনলোড করা যায়।  ইন্সটিউব একটি রিলায়েবল ও ফাস্ট ভিডিও ডাউনলোডার এ্যাপ। 

১৮. ওয়াইটিথ্রি ইউটিউব ডাউনলোডার 

ওয়াইটিথ্রি ইউটিউব ডাউনলোডার একটি সিম্পল, দ্রুতগতির ছোট এপ্লিকেশন যা দিয়ে ইউটিউব ভিডিও ডাউনলোড করা যায়। কম্প্যাক্ট এপ্লিকেশন হওয়াতে এর ডাউনলোড স্পিড অসাধারণ। 

পিসি বা মোবাইল ডিভাইস যাই হোক,  ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার জন্য সহজ উপায়গুলো খুঁজে পেয়ে নিশ্চয়ই এখন শুরু হয়েছে ভিডিও ডাউনলোডের দারুন ব্যস্ততা। তবে বৈধভাবে এই কাজটি করা সবার জন্যই ভালো ও লাভজনক।

*

*

আরও পড়ুন