![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মোবাইল টাওয়ারে রেডিয়েশন নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে উষ্মা প্রকাশ করেছেন বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার।
রোববার বিটিআরসিতে ‘কোয়ালিটি অব সার্ভিস বা কিউওএস বেঞ্চমার্কিং সিস্টেম’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি টাওয়ার রেডিয়েশন নিয়ে কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য বিটিআরসি চেয়ারম্যান বলেন, ‘দেশে অপপ্রচার চালানো হয় যে, টাওয়ার হতে এতো মাত্রায় রেডিয়েশন হয় তা মানবদেহের জন্য ক্ষতিকারক। রেডিয়েশন মাপার বা দেখার সক্ষমতা বিটিআরসির আছে। এ সম্পর্কিত আধুনিক যন্ত্রপাতিও বিটিআরসির পর্যাপ্ত আছে। যা দিয়ে দেশে এই রেডিয়েশন মাপা হয়েছে।’
‘আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বাংলাদেশের কোনো টাওয়ারের ক্ষেত্রে রেডিয়েশনের যে সহনশীলতার মাত্রা রয়েছে তার উপরে যায়নি’ বলছিলেন বিটিআরসি চেয়ারম্যান।
শ্যাম সুন্দর সিকদার উল্লেখ করেন, ‘কিন্তু এটি নিয়ে কিছু মানুষ নিজেদের এক্সপার্ট আখ্যা দিয়ে তারা এটার ভুল ব্যাখ্যা দিয়ে, ভুল রিডিং দিয়ে মানুষকে বিভ্রান্ত করে। এ নিয়ে হাইকোর্টে মামলাও আছে, সেখানেও বিটিআরসি তাদের ম্যাজারমেন্ট দিয়েছে।’
‘এভাবে মিথ্যা তথ্য দেশের ক্ষতি হয়’ বলছিলেন তিনি।
বিটিআরসি চেয়ারম্যান বলেন, ‘বিটিআরসি এখন ঠুঁটো জগন্নাথ নয়, এটার হাত-পা আছে, বিটিআরসির এখন এক্সপার্ট আছে। আগেও ছিলো তবে এখনকার এক্সপার্টিজটা অনেক বেশি।’
বিটিআরসি স্পেকট্রাম ব্যবস্থাপনায় যে সাফল্য পেয়েছে তার জন্য ভারত হতে প্রধান অতিথি হওয়ার জন্য আমন্ত্রণ আসার কথা উল্লেখ করে বিটিআরসি চেয়ারম্যান বলেন, ভারত এ বিষয়ে জানতে চায় যে, কাজটি আমরা কীভাবে করলাম, আমাদের অভিজ্ঞতা কেমন।
এসময় তিনি বিটিআরসির আরও সাফল্যের কথা তুলে ধরেন।