দিনাজপুরের নাম ছড়িয়ে দিতে চান দিনাজপুরীয়ানা-র তন্বী

টেকশহর কনটেন্ট কাউন্সিলর : দিনাজপুরের মেয়ে তন্বী । দিনাজপুরীয়ানা-র স্বত্বাধিকারী মানসিবা ইসলাম তন্বী। দিনাজপুরের পণ্যকে পরিচিত করার জন্যই এমন নাম নির্বাচন করেছেন।

গল্পের ছলে বলছিলেন নিজের যাত্রার খুঁটিনাটি বিষয় । সন্তানকে নিয়ে উদ্যোগ পরিচালনায় মা এবং জায়ের সাপোর্টের কথা বলতে ভুলেন নি। বলেছেন ভবিষ্যতের কথা।

পড়াশুনার পর্ব চলতে চলতে বিয়ের পিড়িতে বসলেন তন্বী । কিছু একটা করতে আগ্রহী ছিলেন বরাবরই । শিক্ষকতা পেশা ছাড়া অন্য পেশায় পারিবারিকভাবে ছিল অনুৎসাহ । অনলাইনে কাজ করলে আবার লাইভের ভয় । কি করবেন তন্বী ? ভাবতে লাগলেন। এলো করোনা । চারিদিকে চাকরি হারানোর আতংক । এসব দেখে তন্বী ভাবনায় পড়লেন। দেখলেন ফেইসবুকে অনেক উদ্যোক্তা । উদ্যোক্তা ভাইইয়া আপুদের পোস্ট দেখে উজ্জীবিত হলেন তিনি। পেলেন রাজীব আহমেদের লেখাপড়ার পরামর্শ ।

Techshohor Youtube

শুরু হল জ্ঞান অর্জনের পর্ব। পড়াশুনা করে নিজেকে উপযুক্ত করছেন প্রতিদিন।

একইরকম পণ্য নিয়ে অনেকে কাজ করছেন, ব্র্যান্ড আছে এবং ঢাকার বাইরে থেকে কাজ করছেন , চ্যালেঞ্জ কি কি পাচ্ছেন ?

নিজের কাজের উপর আস্থা আছে মানসিবার তাই একই রকম পণ্য নিয়ে কাজের ব্যাপারে চিন্তিত নন তিনি। দেশের বাইরে ডেলিভারি নিয়ে চিন্তা বেশি । ওটা এখনো হাতের মুঠে নয়, কেউ না কেউ বাহক হিসেবে যাচ্ছে বিদেশে তাদের কাছে দিতে হচ্ছে ।

পরিকল্পনা জানতে চাইলে জানালেন , দিনাজপুরের সব পণ্য নিয়ে কাজ করবেন । ইতোমধ্যে দিনাজপুরের তাঁত নিয়ে কাজ শুরু হয়েছে। সন্তান আরও বড় হলে শো রুম দেয়ার জন্য চেষ্টা করবেন ।

জানতে চাওয়া হয় , ছেলেকে কোন পেশায় উদ্বুদ্ধ করবেন , মানসিবা তন্বী জানালেন , ছেলেকে উদ্যোক্তা হতে উৎসাহিত করবেন। ছেলে এখনি বেশ খুশি মায়ের উদ্যোক্তা পেশায় । বিস্তারিত শুনুন ভিডিও তে।

*

*

আরও পড়ুন