![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সির : বিটিআরসির নতুন ভাইস-চেয়ারম্যান হয়েছেন প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ।
মঙ্গলবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগ বিটিআরসির সদ্য শূন্য হওয়া এ পদে মনোনয়ন দেয়।
মহিউদ্দিন আহমেদ এরআগে নিয়ন্ত্রণ সংস্থাটির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
এ মনোনয়নে বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের কমিশনার আবু সৈয়দ দিলজার হোসেন, স্পেকট্রাম বিভাগের কমিশনার প্রকৌঃ শেখ রিয়াজ আহমেদ, প্রশাসন বিভাগের মহাপরিচালক মো: দেলোয়ার হোসাইন, সিস্টেম এন্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: নাসিম পারভেজ, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: এহসানুল কবীর, লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের মহাপরিচালক আশীষ কুমার কুন্ডু এবং সচিব মো: নূরুল হাফিজ।
২০১৯ সালের ৩০ মে বিটিআরসিতে ইঞ্জিনিয়ায়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের কমিশনার হিসেবে যোগ দিয়েছিলেন এ প্রকৌশলী। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক। ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) ডিগ্রিও নিয়েছেন তিনি। দীর্ঘদিন বিদেশে বহুজাতিক প্রতিষ্ঠানের কর্ম অভিজ্ঞতাও রয়েছে তাঁর।
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি