![]() |
তুসিন আহমেদ, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ডেস্কটপের স্ক্রিনশটের দরকার পড়ে বিভিন্ন কাজে। সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারের প্রয়োজনও হতে পারে। তবে সফটওয়্যার ছাড়াও স্ক্রিনশট নেওয়া যায়। সেক্ষেত্রে অবশ্য কিছুটা দীর্ঘ সময় লাগে। এমন ক্ষেত্রে ছোট একটি সফটওয়্যার ব্যবহার করলে স্ক্রিনশট নেওয়ার কাজটি সহজ হয়ে যায়।
স্ক্রিনশট নেওয়ার জন্য রয়েছে বিভিন্ন ধরনের সফটওয়্যার। সে রকম এসটি সফটওয়্যার হল ‘লাইটশট’। যা বেশ কাজের ও জনপ্রিয়।
এক নজরে সফটওয়্যারটির ফিচারগুলো
১. এক ক্লিকে স্ক্রিনশট নেওয়া যায় এবং প্রয়োজন অনুযায়ী আকার ঠিক করা যায়।
২. স্ক্রিনশট নেওয়ার পর সরাসরি তা আপলোড করে যায়।
আরও পড়ুন: অ্যান্ড্রয়েডের অপারেটিং সিস্টেমে স্ক্রিনশট নেওয়ার উপায়
৩. ক্রিনশটটি সরাসরি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারও করা যাবে।
৪. চাইলে সরাসরি গুগলের ইমেজ সার্চ করা যাবে সফটওয়্যারটির সাহায্যে।
৫. স্ক্রিনশটটি এডিটও করা যাবে। চাইলে পেন টুলস দিয়ে আঁকা এবং নির্দেশনাও দেওয়া যাবে।
সফটওয়্যারটি এ ঠিকানা থেকে অপারেটিং সিস্টেম অনুযায়ী বিনামূল্যে ডাউনলোড করে ব্যবহার করা যাবে।
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি