Header Top

ফেইসবুকের দাম এখন ২০০ বিলিয়ন ডলার

মার্ক-জুকারবার্গ-ফেইসবুক-টেক-শহর
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ফেইসবুকের দৌড় অব্যাহত রয়েছে। ভার্চুয়াল জগত ছাপিয়ে যার ইতিবাচক প্রভাব পড়েছে শেয়ারবাজারেও। গ্রাহক বৃদ্ধির পাশাপাশি আয় বাড়ায় এটির শেয়ারদর বাড়ছে লাফিয়ে লাফিয়ে। ফলে সোমবার প্রথমবারের মতো কোম্পানিটির বাজারমূল্য ২০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।

শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমটির শেয়ারদর এখন অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি। প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে ৭৭ দশমিক ৬ ডলারে। মার্ক জুকারবার্গের মুখে হাসি ফুটিয়ে সোমবার ওয়ালস্ট্রিটে ফেইসবুকের বাজারমূল্য দাঁড়ায় ২০০ দশমিক ২৬ বিলিয়ন ডলার।

তবে দ্রুততম সময়ে টেক কোম্পানি হিসাবে ওয়ালস্ট্রিটে নজর কাড়লেও তালিকাভূক্ত অপর টেক জায়ান্ট অ্যাপল ও গুগলের চেয়ে অনেক পিছিয়ে রয়েছে ফেইসবুক। সোমবারের সর্বশেষ দর অনুযায়ী অ্যাপলের বাজারমূল্য বর্তমানে ৫৯০ বিলিয়ন ডলার এবঙ গুগলের ৪০০ বিলিয়ন ডলার।

মার্ক-জুকারবার্গ-ফেইসবুক-টেক-শহর

সিলিকন ভ্যালির তরুণ উদ্যোক্তা জুকারবার্গের এ সামাজিক নেটওয়ার্ক খুব দ্রুততম সময়ে বিশ্বব্যাপী জনপ্রিয়তা লাভ করে। এখনও প্রতিনিয়ত বিভিন্ন দেশে এর গ্রাহক বাড়ছে।

সোমবার আফিদ্ধকায় প্রথমবারের মতো ১০ কোটি গ্রাহকের মাইলফলক স্পর্শ করার তথ্য জানায় ফেইসবুক কর্তৃপক্ষ।

গত বছরে আয়ে ও গ্রাহক সংখ্যার দিক থেকেও দারুণ প্রবৃদ্ধি হয়েছে। এতে রাজস্ব বেড়েছে অনেক বেশি। এর ইতিবাচক প্রভাব পড়েছে শেয়ারবাজারে। ফলে এটির শেয়ারদর এখন বেশ চাঙ্গা।

বিশ্বজুড়ে মোবাইল ফোন ব্যবহার ও ইন্টারনেট ব্যবহার বৃদ্ধি পাওয়ার ইতিবাচক প্রভাব পড়েছে ফেইসবুকের আয়সহ সার্বিক কর্মকাণ্ডে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর ভবিষ্যত সম্ভাবনাও উজ্জল বলে মনে করছেন তারা। বিশেষ করে ১৯ বিলিয়ন ডলারে হোয়াটঅ্যাপ কেনার ফলে এটি আরও ভিন্ন আঙ্গিক লাভ করবে।

ফেইসবুক গত বছর যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে তালিকাভূক্ত হয়। শেয়ারবাজারে আসার খুব অল্প সময়ের মধ্যে এটি বিনিয়োগকারীদের আস্থা লাভ করে। এতে এটির শেয়ারমূল্য দ্রুত বাড়তে থাকে। যা সোমবার সর্বোচ্চ দর স্পর্শ করে।

এতে প্রথমবারের মতো ২০০ বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করে। বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এর বাজারমূল্য দাঁড়ায় প্রায় ১৬ লাখ কোটি টাকা। যা বাংলাদেশের চলতি অর্থবছরের বাজেটের ছয় গুণ।

-আমিন রানা

*

*

আরও পড়ুন