জুয়ার ৩৩১ টি সাইট ও ১৪ টি অ্যাপ বন্ধ করল বিটিআরসি

টেকশহর কনটেন্ট কাউন্সিলর : অনলাইনে জুয়াখেলার ৩৩১টি ওয়েবসাইট ও ১৪ টি অ্যাপ বন্ধ করেছে বিটিআরসি । বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের “ডিজিটাল নিরাপত্তা সেল” সম্প্রতি দেশের অভ্যন্তরীণ নেটওয়ার্ক থেকে এগুলো বন্ধ করেছে।

বিটিআরসি জানিয়েছে তাদের এই মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। দেশের সচেতন নাগরিকদের প্রতি অনলাইন জুয়া সংক্রান্ত সাইটের ইউআরএল (URL) উল্লেখ করে ইমেইল বা লিখিত আকারে অভিযোগ জানাতে বলছে বিটিআরসি।

‘গুগলের সাথে যোগাযোগ করে অনলাইন জুয়া বা বাজি সংক্রান্ত ১৫০টি গুগল অ্যাপস্ বন্ধের জন্য রিপোর্ট করে বিটিআরসি , গুগল কর্তৃপক্ষ প্লে স্টোর থেকে ১৪ টি অ্যাপস বন্ধ করেছে এবং অবশিষ্ট অ্যাপস বন্ধ করার জন্য চলছে যাচাই-বাছাই ।

Techshohor Youtube

একইসাথে ফেইসবুক ও ইউটিউবের মাধ্যমে জুয়া খেলার ওয়েবসাইট ও গুগল অ্যাপসের প্রচার এবংঅনলাইন জুয়া সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়ায় এই ধরণের ২৭ টি ফেসবুক লিংক এবং ৬৯ টি ইউটিউব লিংক বন্ধের জন্য রিপোর্ট করে। এর মধ্যে ১৭ টি ফেইসবুক লিংক ও ১৭ টি ইউটিউব লিংক বন্ধ করা হয়েছে এবং অবশিষ্ট লিংকসমূহ বন্ধ করার কাজ চলছে ।

অ্যাপের নিয়ম অনুযায়ী খেলার চিপস কিনতে প্রয়োজন পড়ে নগদ অর্থ, ক্রেডিট বা ডেবিট কার্ড। ক্রেডিট বা ডেবিট কার্ড সহজলভ্য হওয়ায় অনেকেই ঝুঁকে পড়েছে অনলাইন জুয়ার দিকে। কয়েকটি অপরাধী চক্র এই সুযোগকে কাজে লাগিয়ে দেশ থেকে কোটি কোটি টাকা পাচার করছে। অনলাইন জুয়াড়িরা বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিংয়ে টাকা আদান-প্রদান করে থাকে।

প্রচলিত আইন অনুযায়ী দেশে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও সম্প্রতি বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপসের মাধ্যমে দেশিয় ও আন্তর্জাতিক ফুটবল, ক্রিকেট ও টেনিস খেলাসহ বিভিন্ন লীগ ম্যাচকে ঘিরে প্রতি মুহুর্তে অবৈধ অনলাইন জুয়া বা বাজি খেলা চলছে।

আইন-শৃঙ্খলা বাহিনীর অব্যাহত অভিযানে প্রকাশ্যে এর হার কমলেও অনলাইনে এই খেলার প্রবণতা ক্রমেই বেড়ে চলেছে এবং এতে আসক্ত হচ্ছে তরুণ-তরুণিরা। নিঃস্ব হয়ে যাচ্ছে হাজারো মানুষ এবং তাদের পরিবার।

*

*

আরও পড়ুন