![]() |
টেকশহর কনটেন্ট কাউন্সিলর : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ময়মনসিংহকে কৃষিপ্রধান অঞ্চল থেকে বেরিয়ে ডিজিটাল প্রযুক্তি দক্ষতা সম্পন্ন অঞ্চল হিসেবে গড়ে তোলার পাশাপাশি কৃষিতে ডিজিটাল প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে অভাবনীয় পরিবর্তনের সূচনা করতে হবে।
মন্ত্রী বুধবার ঢাকায় ময়মনসিংহ বিভাগ সমিতি ঢাকা আয়োজিত ময়মনসিংহ বিভাগ বাস্তবায়ন: বর্তমান অবস্থা ও করণীয় শীর্ষক অনুষ্ঠানে তার বক্তৃতায় এসব কথা বলেন। ময়মনসিংহ বিভাগ সমিতি ঢাকা‘র সভাপতি ম. হামিদ‘র সভাপতিত্বে অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান, সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান, তথ্য কমিশনার সুরাইয়া আক্তার এনডিসি, ময়মনসিংহ বিভাগ সমিতির সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আশরাফুল হক জর্জ প্রমূখ বক্তৃতা করেন। সাবেক সিনিয়র সচিব মো: আবদুস সামাদ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ময়মনসিংহ বিভাগ কৃষি প্রধান অঞ্চল । দালানকোঠা রাস্তাঘাটসহ বিভিন্ন অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনার পাশাপাশি ময়মনসিংহ বিভাগকে ডিজিটাল বিভাগ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমাদের সম্মিলিত উদ্যোগে কাজ করতে হবে।
মন্ত্রী বলেন, মধুপুরের গড়ে ডিজিটাল সংযোগের সুযোগ কাজে লাগিয়ে শতশত তরুণ তরুণী আউট সোর্সিংয়ের কাজ করার মাধ্যমে হাজার হাজার ডলার উপার্জন করছে। প্রত্যন্ত হাওরের সুনাম গঞ্জের ধর্মপাশার আহমেদ নগরে সফটওয়্যার ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে।
তিনি আরও বলেন, প্রতিটি জনপদে ডিজিটাল দক্ষতা সম্পন্ন জনগোষ্ঠী গড়ে তোলা অপরিহার্য। ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির ধারাবাহিকতায় মানুষের জীবন ধারায় রূপান্তর ঘটছে। ডিজিটাল দক্ষতার সুযোগ কাজে লাগিয়ে নতুন প্রজন্মের ছেলে মেয়েরা দুর্গম পাহাড় কিংবা বিস্তীর্ণ হাওরে বসেও আয় করছে।
আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় ডিজিটাল দক্ষতা সম্পন্ন জনসম্পদ গড়ে তুলতে মন্ত্রী সরকারের পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক ও স্বেচ্ছা সেবক সংগঠন সমূহকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি ও পেশার প্রতিনিধিগণ মতামত ব্যক্ত করেন।