![]() |
টেকশহর কনটেন্ট কাউন্সিলর : মৌ এবং মিলা দুই বন্ধু , চমৎকার বোঝাপড়ায় বন্ধুত্ব অটুট থাকার চিন্তা করেই একত্রিত হয়ে ইফাত জাহান মিলা উদ্যোগের নাম দেন মৌমিলা । মৌ একজন বিশেষ মা আর মিলা চাকরি ছেড়ে কাজের নেশায় বুঁদ । দুজনেই পরিবার এবং সন্তানের সাথে নিজেদের স্বপ্ন লালন করতেন , ফলাফল মৌমিলা ।
শাড়ি , সালোয়ার কামিজ মুল পণ্য। একা একা ফুল টাইম অনলাইনে কাজ করা সহজ নয় তাই দুই বন্ধু কাজ ভাগাভাগি করে এগিয়ে চলছেন। তিন হাজার দুইশ টাকা নিয়ে শুরু করেন তারা। রিস্ক নেয়াটা একটু সামলে নিয়েছেন শুরুতেই । টাংগাইলের শাড়ি দিয়ে শুরু করলেও বাড়ছে ধীরে ধীরে পণ্যের বাহার । ক্রেতাদের আগ্রহে রাখছেন ব্লক , বাটিক , মসলিন সহ থ্রি পিস এবং গহনা ।
দু বন্ধু মিলে কাপড় কিনতে গেলেন , দেখে শুনে পছন্দ করে কিনে এনে , ছবি তুললেন , গ্রুপে দিলেন । রেসপন্স পেতে শুরু করলেন , একটা শাড়ি বিক্রি ও হয়ে গেল । বিক্রি যদি না হয় এমন চিন্তায় দুই জনই ভেবে নেন নিজেরাই পরে ফেলবেন। কিন্তু সেল শুরু হয়ে গেল পেইজ ক্রিয়েটের আগেই । প্রথম ডেলিভারি কিভাবে দেন ? এমন প্রশ্নে হেসে হেসে মিলা বলেন, প্রথম ডেলিভারি দেয়ার জন্য একেবারে প্রস্তুত ছিলেন না , তবে করোনায় বসে থাকা ব্যক্তিগত গাড়ির ড্রাইভার ছিল একমাত্র উপায় । এবং তাঁর মাধ্যমেই প্রথম বিক্রি হওয়া পণ্যের ডেলিভারি সম্পন্ন হয় ।
পারিবারিকভাবে প্রচুর সাপোর্ট পেয়েছেন মিলা, ক্রেতা হিসেবে ভাবীরা আছেন এগিয়ে । রুচিশীল পছন্দনীয় কাপড় আছে তাদের কালেকশনে তাই সেল ও হচ্ছে ভাল ।
বন্ধু বন্ধুর জন্য । মৌ যেহেতু একজন বিশেষ মা , মৌ সারাদিন বাচ্চা নিয়ে ব্যস্ত থাকে আর মিলা সন্ধ্যায় বাচ্চাদের নিয়ে পড়তে বসে । সময় ভাগ করে ২৪ ঘণ্টা ই নিজেদের এই উদ্যোগের পেছনে সময় দেন তারা । বন্ধুর মত বন্ধু হলেই এমন চমৎকার বোঝাপড়া হয়।
ছোট করে একটা স্বপ্ন দেখছেন তারা , তাদের কালেকশনের মসলিনের শাড়ি দিয়ে কেউ বউ সাজবেন । আর একদিন বড় হবে আজকের ছোট মৌমিলা ।