আইফোনের সাহায্যে যেভাবে পার্ক করা গাড়ি খুঁজে পাওয়া যাবে

টেকশহর কনটেন্ট কাউন্সিলর: শপি মলের নিচে গাড়ি পার্ক করে রেখে গেলেন কেনাকাটা করতে। কাজ শেষে এসে আর নিজের গাড়ি খুঁজে পাচ্ছেন না। গাড়িটি চুরি হয় নি। তবে সেখানে আরো পার্ক করে রাখা প্রচুর গাড়ির ভিড়ে নিজেরটা খুঁজে পাওয়া অনেক সময় বেশ কষ্টসাধ্য ও বিড়ম্বনার ব্যাপার হয়। তবে আপনার হাতে যদি একটি আইফোন থাকে ও গাড়িতে কারপ্লে অথবা ব্লুটুথ সংযোগ থাকে তাহলে খুব সহজেই গাড়িটি খুঁজে পাওয়া যাবে।

আইফোনের সাহায্যে যেভাবে খুঁজে পাওয়া যাবে গাড়ি
গাড়ির ব্লুটুথ সিস্টেমের সাথে আইফোন সিনক করার পরও যদি গাড়ির অবস্থান জানতে সমস্যা হয় তাহলে গাড়িটিকে ‘কার স্টেরিও’ হিসেবে লেবেল করতে হবে।

যেভাবে করতে হবে-
হেড টু সেটিংস এর পর ব্লুটুথ থেকে কার স্টেরিওর পাশে থাকা ‘আই বাটনে’ চাপতে হবে। এরপর ‘ডিভাইস টাইপ’ এ চাপ দেয়ার পর লিস্ট থেকে ‘কার স্টেরিও’ বাছাই করতে হবে।

Techshohor Youtube

আরো যা করতে হবে-
লোকেশন সার্ভিস: গো টু সেটিংস – প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি – লোকেশন সার্ভিস ও লোকেশন সার্ভিস চালু করতে হবে।

সিগনিফেকেন্ট লোকেশন: গো টু সেটিংস – প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি – লোকেশন সার্ভিস – সিস্টেম সার্ভিস – সিগনিফিক্যান্ট লোকেশন ও টোগল লোকেশন।

শো পার্কড লোকেশন: গো টু সেটিংস – ম্যাপস অ্যান্ড টোগল শো পার্কড লোকেশন অন

ফাইন্ড ইউর কার অন ম্যাপস
এই ফিচারটি আইফোনে থাকা ম্যাপ ব্যবহার করে। ম্যাপটি খোলার পর সার্চ বক্সে ‘পার্কড কার’ লিখতে হবে। ম্যাপের চারপাশে ঘুরিয়েও গাড়ি খোঁজা যায়। তবে গাড়িটি দেখতে হলে এটি জুম করতে হবে।

আরএপি

*

*

আরও পড়ুন