![]() |
টেকশহর কনটেন্ট কাউন্সিলর : স্যামসাং সম্প্রতি দেশের বাজারে নিজেদের গ্যালাক্সি ওয়াচফাইভ স্মার্টওয়াচ উন্মোচন করেছে।
স্লিপ ট্র্যাকিং, হেলথ এন্ড ওয়েলনেস মনিটরিং এবং স্যামসাংয়ের বায়ো-অ্যাকটিভ সেন্সর আইসি সুবিধাযুক্ত এই স্মার্টওয়াচটিতে চলছে ই এম আই সুবিধা সহ ক্যাশব্যাক অফার ।
ব্যবহারকারীদের ঘুম ও স্বাস্থ্যের খেয়াল রাখতে উন্নততর স্লিপ ট্র্যাকিং প্রযুক্তির সাহায্যে ডিভাইসটি আটটি বিশেষ আইকন এর মাধ্যমে ব্যবহারকারীদের ঘুমের ধরণ যাচাই এবং ঘুমের সময় নির্ধারণ করে দিতে পারে, নাক ডাকার অভ্যাস বুঝতে পারে এবং ঘুমের বিভিন্ন স্টেজ (অ্যাওয়েক, লাইট, ডিপ এবং আরইএম) বুঝতে এবং ট্র্যাক করতে পারে।
বেশি সক্ষমতার ব্যাটারি এবং দ্রুত চার্জিং সুবিধা সহ স্যামসাং গ্যালাক্সি ওয়াচফাইভ ০ থেকে শতকরা ৪৫ ভাগ পর্যন্ত চার্জ হতে সময় নেবে ৩০ মিনিট । হেলথ সেন্সরগুলো কার্যকরভাবে নিয়ন্ত্রণ করার জন্য এতে আরো রয়েছে থ্রি-ইন-ওয়ান স্যামসাং বায়োঅ্যাকটিভ সেন্সর: বায়োইলেকট্রিকাল ইম্পিডেন্স অ্যানালাইসিস সেন্সর, ইলেকট্রিক্যাল হার্ট সেন্সর (ইসিজি), এবং অপটিক্যাল হার্ট রেট সেন্সর।
এ প্রসঙ্গে স্যামসাং ইলেকট্রনিক্সের হেড অব মোবাইল মোঃ মূয়ীদুর রহমান বলেন, দেশের বাজারে ব্যতিক্রমী গ্যালাক্সি ওয়াচফাইভ নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। স্যামসাং গ্যালাক্সি ওয়াচফাইভ ব্যবহারকারীদের ট্র্যাকিং, মনিটরিং এবং আরও অনেক বৈশিষ্ট্যের মাধ্যমে নিজেদের শরীর ও স্বাস্থ্যের জন্য সঠিক লক্ষ্য নির্ধারণ করার সুবিধা দেয়।
রাত-দিন ২৪ ঘন্টা স্বাস্থ্যের অবস্থা , বডি কম্পোজিশন ট্র্যাক এবং মাত্র কয়েক মিনিটের মধ্যেই ব্যবহারকারীদের শরীর ও স্বাস্থ্য সম্পর্কে খুঁটিনাটি আরও তথ্য দিতে পারে। গ্যালাক্সি ওয়াচফাইভ ব্যবহারকারীদের স্টেপ গণনা, ক্যালরি পর্যবেক্ষণ এবং ৯০টিরও বেশি এক্সারসাইজ সাপোর্ট করে, যা ব্যবহারকারীরা ঘড়ি থেকেই ট্র্যাক করতে পারবেন।
আগ্রহী ক্রেতারা এখন কোনো ইন্টারেস্ট ছাড়াই ৬ মাসের ইএমআই সুবিধা সহ ১০ হাজার টাকা ক্যাশব্যাক অফারে গ্যালাক্সি ওয়াচফাইভ কিনতে পারবেন। পাশাপাশি ৫ হাজার টাকার ফোল্ডেবল বান্ডেল ক্যাশব্যাকও উপভোগ করতে পারবেন। এক্সচেঞ্জ অফারটি পেতে ব্যবহারকারীরা রেগুলার এক্সচেঞ্জ ভ্যালুর ওপর আরো ৩ হাজার টাকার এক্সচেঞ্জ বোনাস পাবেন। দেশব্যাপী স্যামসাংয়ের সকল স্টোরে নতুন এই স্মার্টওয়াচটি পাওয়া যাচ্ছে।