![]() |
টেকশহর কনটেন্ট কাউন্সিলর : হোম অফিসের ফাঁকে রিদিতা মুন নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে শুরু করেন অনলাইন ফুড শপ মুন’স কুকিং স্টুডিও। ৪ বছর আগে শুরু করলেও মুল কাজ চালু হয় কোভিডের সময়। কারন কোভিড রোগিদের কাছে খাবার পৌঁছে দেয়ার কাজে জোরালো ভুমিকা রেখেছেন রিদিতা ।
দ্রব্যমুল্য বৃদ্ধির কারনে খাবার নিয়ে কাজ করা উদ্যোক্তাদের বেশ চ্যালেঞ্জের মুখে পড়েছে, কারন জিনিসের দাম বেড়ে গেছে কিন্তু আমাদের মেনুতে সেইভাবে বাড়াতে পারছি না । আরও চ্যালেঞ্জ হল – খাবার সঠিক সময়ে পৌঁছান । তবে ক্লায়েন্ট দু ঘণ্টার মধ্যে তাঁর প্রিয় বা প্রয়োজনীয় খাবার যেন সামনে পায় সেই গল্প বললেন গল্পে গল্পে ।
স্টুডিও কেন যুক্ত হলো উদ্যোগের নামে ? এমন প্রশ্ন শুনে হাস্যোজ্জল রিদিতা জানালেন তিনি নানা রকম জিনিস নিয়ে কাজ করতে পছন্দ করেন , তাঁর কাছে গোল্ড প্লেটের গহনা ও আছে আবার খাসির মাংস ও আছে । তাই স্টুডিও এই নামে কাভার করতে চেয়েছেন ।
স্বপ্নের কথা জানতে চাইলে ইভেন্ট ম্যানেজম্যান্ট নিয়ে আগামীতে স্বপ্ন দেখছেন বলে জানালেন রিদিতা মুন । নিজের চেষ্টা এবং ইচ্ছার সাথে পারিবারিক সমর্থন পাওয়া রিদিতার সবচেয়ে বড় ভক্ত হলেন তাঁর ছেলে । যে কোন ভ্লগে ছেলে উৎসাহ দিয়ে কথা বলে জানালেন রিদিতা।