![]() |
টেকশহর কনটেন্ট কাউন্সিলর : বাংলাদেশে মালয়েশিয়ার হাই কমিশনার হাজনা মো: হাসিম ( Hazna Md Hasim) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার-এর সাথে আজ তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিশেষ করে টেলিযোগাযোগ খাত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করেন।
হাইকমিশনার বাংলাদেশের বিভিন্ন খাতের অগ্রগতির প্রশংসা করেন। তিনি মন্ত্রীকে মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি ও আজিয়াটার সহযোগিতায় মালয়েশিয়া সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ৩ থেকে ৭ অক্টোবর কুয়ালালামপুরে আয়োজিত ‘ ডিজিটাল ইকোনমি প্রোগ্রাম ফর বাংলাদেশ’ শীর্ষক কর্মসূচিতে অংশ গ্রহণের জন্য মন্ত্রীকে আমন্ত্রণ জানান।
মন্ত্রী বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়া ভ্রাতৃপ্রতীম দুটি দেশ, আমাদের মধ্যকার সম্পর্ক অত্যন্ত চমৎকার । তিনি গত সাড়ে ১৩ বছরে টেলিযোগাযোগে খাতে অগ্রগতির চিত্র তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল কর্মসূচি বাস্তবায়নের ধারাবাহিকতায় দেশের প্রতিটি খাতে বিস্ময়কর অগ্রগতি অর্জিত হয়েছে। আমাদের ডিজিটাল কর্মসূচি বিশ্বে অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে কাজ করছে। তিনি বাংলাদেশেকে বিনিয়োগের জন্য অত্যন্ত লাভ জনক জায়গা হিসেবে উল্লেখ করেন।
মন্ত্রী সরকারের বিনিয়োগ বান্ধব নীতির এই সুযোগ কাজে লাগাতে মালয়েশিয়া ভূমিকা রাখবে বলে আশা করেন।
সুত্র – প্রেস বিজ্ঞপ্তি
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি