ওরাকলের বিরুদ্ধে ৫০০ কোটি ব্যবহারকারীর তথ্য ট্র্যাকের অভিযোগ, হচ্ছে মামলা

টেকশহর কনটেন্ট কাউন্সিলর: প্রায় ৫০০ কোটি ব্যবহারকারীর অনলাইন গতিবিধি ট্র্যাক করে তাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের অভিযোগে মার্কিন বহুজাতিক প্রযুক্তি কোম্পানি ওরাকলের বিরুদ্ধে মামলা হতে যাচ্ছে। অভিযোগ রয়েছে এর মাধ্যমে চার হাজার কোটি ডলার কামিয়েছে কোম্পানিটি।

আইরিশ কাউন্সিল ফর সিভিল লিবার্টিজ (আইসিসিএল) সিনিয়র ফেলো জনি রায়ান এই অভিযোগগুলো উত্থাপন করে যুক্তরাষ্ট্রে মামলাটি করছেন। সঙ্গে আরো যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের দুজন প্রাইভেসি অ্যাডভোকেট মাইকেল কাটজ লাকাবে এবং মেরিল্যান্ড অ্যাসোসিয়েট প্রফেসর ড.জেনিফার গলবেক।

আইসিসিএলের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ওরাকল ৫০০ কোটি ব্যবহারকারীর তথ্য সংগ্রহ এবং এর মাধ্যমে চার হাজার ২৪০ কোটি ডলার অর্থ আয় করেছে। এসব ব্যবহারকারীরর নাম, বাড়ির ঠিকানা, ইমেইল, অনলাইনে কেনাকাটা, চলাফেরা, আগ্রহের বিষয় ও রাজনৈতিক মতাদর্শ এবং অনলাইন অ্যাক্টিভিটির অ্যাকাউন্টগুলোর বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে ওরাকল। ডাটা মার্কেটপ্লেসের মাধ্যমে মানুষের রেকর্ড সংগ্রহের একটি বৈশ্বিক বাণিজ্য কার্যক্রম সমন্বয় করে থাকে কোম্পানিটি।’

Techshohor Youtube

রায়ান এ প্রসঙ্গে বলেছেন, ‘এটি একটি বিপদজনক মিশন যেখানে তারা প্রতিটি মানুষের ওপর নজরদারি করে চলেছে। ওরাকলের এই নজরদারি মেশিন বন্ধ করতেই পদক্ষেপটি গ্রহন করছি আমরা।’

ড. জেনিফার গলবেকেও একই ধরনের অভিযোগ করেছেন। তিনি বলেছেন, ‘ওয়েবসাইট ভিজিট করার সময় তার ইলেক্ট্রনিক কমিউনিকেশন ওরাকলের জাভাস্ক্রিপ্ট কোডের কারণে বারবার বাধাগ্রস্ত হচ্ছিলো। আর এভাবেই ওরাকল তার ইন্টারনেট ও অফলাইন অ্যাক্টিভিটির ওপর নজর রাখছিলো এবং তার অনুমোদন ছাড়াই তৃতীয়পক্ষের কাছে ব্যক্তিগত তথ্যগুলো তুলে দিয়েছে।’

বিশ্বব্যাপি ওরাকলের কর্মীসংখ্যা ১ লাখ ৪৩ হাজার। কোম্পানিটির সদর দফতর টেক্সাসে। কোম্পানিটির ইউরোপিয় হেডকোয়ার্টার ডাবলিনে যেখানে ১ হাজার ৫০০ জন কর্মরত।

আরএপি

*

*

আরও পড়ুন