![]() |
টেকশহর কনটেন্ট কাউন্সিলর: ডাউনলোড করা শর্টসগুলোয় ওয়াটার মার্কস যোগ করা শুরু করেছে ইউটিউব। ইনস্টাগ্রামে পোস্ট করার আগে অডিয়েন্সরা ডাউনলোড করা কনটেন্টগুলো রিল থেকে অডিও মুছে ফেলছিল এমন সংবাদ প্রকাশের কয়েকদিন পরেই ইউটিউব এ উদ্যেগ নিয়েছে। ধারণা করা হচ্ছে ভিডিওগুলো যেখানে সেখানে শেয়ার করা বন্ধ করতেই এ ধরনের পদক্ষেপ নেয়ার আরেকটি কারণ।
টিউটিউবের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আপনি যদি এমন একজন ক্রিয়েটর হন যিনি অন্যান্য প্লাটফর্মে শেয়ার করার জন্য ইউটিউব স্টুডিও থেকে শর্টস ডাউনলোড করে থাকেন তাহলে আপনি এখন থেকে ডাউনলোড করা কনটেন্টের ওপরে ওয়াটারমার্ক দেখতে পারবেন।’
এ ধরনের পদক্ষেপ নেয়ার কারন হিসেবে ইউটিউব বলছে, প্লাটফর্মজুড়ে শেয়ার করা আপনার কনটেন্টগুলো দর্শকরা যাতে ইউটিউব শর্টসে খোঁজে পায় সেজন্যই এ ব্যবস্থা।
ইউটিউবের নেয়া এই ব্যবস্থার ফলে বিভিন্ন প্লাটফর্মে কিছু পোস্ট করার আগে ক্রিয়েটররা একবার হলেও ভাববে।
আরএপি