সীমাহীন মেয়াদ ও ভলিউমের ডেটা প্যাকেজ আনল রবি

টেকশহর কনটেন্ট কাউন্সিলর : সীমাহীন মেয়াদের প্যাকেজ এবং নির্দিষ্ট সময়ের জন্য সীমাহীন ডেটা ব্যবহার করতে আগ্রহী গ্রাহকদের জন্য সীমাহীন ভলিউমের প্যাকেজ এনেছে রবি।

১০, ২০ ও ৫০ জিবির সীমাহীন মেয়াদের ডেটা প্যাকেজগুলোর মূল্য যথাক্রমে ৪৪৪, ৭৭৭ এবং ১ হাজার ৪৪৪ টাকা। বাজারে থাকা বহুমাত্রিক ডাটা প্যাকের মধ্যে গ্রাহকদের জন্য এই ১০ জিবির ডেটা প্যাকটি আকর্ষণীয় দামে নিয়ে এসেছে রবি।

এছাড়া গ্রাহকরা ২৩ টাকায় ২ ঘন্টা এবং ৩৪ টাকায় ৩ ঘণ্টা সীমাহীন ডেটা উপভোগ করতে পারবেন। সকল ডেটা ব্যবহারকারী গ্রাহকদের মানসম্পন্ন সেবা নিশ্চিত করতে এই প্যাকগুলোতে নির্দিষ্ট শর্ত প্রযোজ্য।

Techshohor Youtube

রবির ৭৪ শতাংশের বেশি গ্রাহক ইন্টারনেট ব্যবহার করেন । আকর্ষণীয় এই ডাটা প্যাকগুলো রবির গ্রাহকদের ডিজিটাল জীবনধারায় নতুন মাত্রা যোগ করবে বলে বলছে অপেরাটরটি। মোট গ্রাহকের ৬৫ শতাংশ ফোরজি গ্রাহক নিয়ে এই সেবা প্রদানে এগুচ্ছে রবি।

সুত্র – প্রেস বিজ্ঞপ্তি

*

*

আরও পড়ুন