জ্যানেক জ্যাকসনের ‘রিদম ন্যাশন’ বাজলেই ক্র্যাশ হয়ে যাচ্ছে পুরনো কিছু ল্যাপটপ

টেকশহর কনটেন্ট কাউন্সিলর: কিছু পুরনো ল্যাপটপে জ্যানেক জ্যাকসনের ‘রিদম ন্যাশন’ গানটি বাজালেই তা ক্র্যাশ হয়ে যাচ্ছে। এমনটা কেন হচ্ছে?

মাইক্রোসফটের সাবেক কর্মকর্তা রেমন্ড চেন বিষয়টি ব্যাখ্যা করেছেন। চেন জানিয়েছেন, ৫৪০০আরপিএম হার্ড ড্রাইভযুক্ত ল্যাপটপে রিদম নেশন ‘প্রাকৃতিক অনুরনন’ ফ্রিকোয়েন্সি সৃষ্টি করে। দেখা যায় পুরনো ল্যাপটপগুলোতেই ৫৪০০আরপিএম ঘুরানো ডিস্ক থাকে। কিন্তু বর্তমানে বেশিরভাগ ল্যাপটপে সলিড স্টেট ড্রাাইভ থাকে; কোন ঘুরানো ডিস্ক থাকে না। ফলে এই ল্যাপটপগুলোয় ইউটিউব থেকে রিদম ন্যাশন গানটি বাজানো নিরাপদ।

যুক্তরাষ্ট্র সরকারের পৃষ্ঠপোষকতায় থাকা সংস্থা এমআইটিআর বাগের বিষয়টি কমন ভালনারএবিলিটিজ অ্যান্ড এক্সপোজারের (সিভিই) কাছে উপস্থাপন করেছে। সিকিউরিটি বাগগুলো ট্র্যাকিংয়ের জন্য এই সিভিই সিস্টেম ট্র্যাক করে থাকে এমআইটিআরই। সংস্থাটি জানিয়েছে, রিদম ন্যাশন মিউজিক ভিডিওর মাধ্যমে ‘অনুরননিত ফ্রিকোয়েন্সি আক্রমন’ থেকে সিভিই-২০২২-৩৮৩৯২ ডেনিয়েল সার্ভিস বাগ সৃষ্টি করে।

Techshohor Youtube

এমআইটিআরই জানিয়েছে, ‘প্রায় ২০০৫ সালের দিকে ল্যাপটপের মাধ্যমে আসা একটি ৫৪০০ আরপিএম ওইএম হার্ড ড্রাইভ কাছাকাছি থাকা হামলাকারীদের পরিষেবা প্রত্যাখান করার সুযোগ করে দেয় (ডিভাইসে ত্রুটি এবং সিস্টেম ক্র্যাশ)। মূলত রিদম ন্যাশন মিউজিক ভিডিও থেকে আসা অডিও সিগন্যালসহ একটি অনুরনিত ফ্রিকোয়েন্সি আক্রমনের মাধ্যমে এমন হয়ে থাকে।

ইন্টারনেট/আরএপি

*

*

আরও পড়ুন