![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : নতুন আনলিমিটেড ডেটা প্যাকেজ চালু করেছে গ্রামীণফোন ও টেলিটক।
বিটিআরসির নির্দেশনায় এই প্যাকেজ চালু করা হয়েছে।
বিটিআরসির উপ-পরিচালক মো: জাকির হোসেন খাঁন জানান, এই আনলিমিটেড ডেটা প্যাকেজ ৬, ১৫, ২৬ এবং ৪০ জিবির।
গ্রামীণফোনের মাধ্যমে চালু করা প্যাকেজগুলোর মধ্যে রয়েছে ১ হাজার ১৯৯ টাকায় ৪০ জিবি এবং ৫৪৯ টাকায় ১৫ জিবি ডেটা প্যাকেজ।
আর টেলিটকের রয়েছে ১২৭ টাকায় ৬ জিবি এবং ৩০৯ টাকায় ২৬ জিবির প্যাকেজ ।
চলতি বছরের ২৮ এপ্রিল বিটিআরসির নির্দেশনা অনুযায়ী দেশের মোবাইল অপারেটরগুলো বাজারে প্রথম আনলিমিটেড মেয়াদের ডেটা প্যাকেজ আনে। আনলিমিটেড মেয়াদের ডেটা প্যাকেজ উপভোগকারী গ্রাহকদের প্রযোজ্য ক্ষেত্রে বিদ্যমান সিম রিসাইকেল প্রক্রিয়া এবং নির্দেশিকা অনুসরণ করা হবে।
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি