সেপ্টেম্বরে আসছে ভিভোর ফোল্ডেবল ডিভাইস

টেকশহর কনটেন্ট কাউন্সিলর: খুব শিগগিরই পৃথকভাবে তিনটি ফোন উন্মোচন করতে যাচ্ছে ভিভো। এরমধ্যে সবচেয়ে প্রতিক্ষীত ডিভাইসটি ভাঁজসক্ষম বা ফোল্ডেবল। এই ডিভাইসটি চীনের বাজারে গ্যালাক্সি জেড ফোল্ড৪, মিক্স ফোল্ড ২ এবং মেট এক্সএস এর সঙ্গে রীতিমতো প্রতিযোগিতা করবে বলে আশা করা হচ্ছে। এই সেপ্টেম্বরেই এক্স ফোল্ড এস নামের ফোনটি বাজারে আসবে বলে জানিয়েছে ডিজিটাল চ্যাট স্টেশন।

চীনা বহুজাতিক প্রযুক্তি কোম্পানি ভিভো ভাঁজসক্ষম ফোনটি বাজারে নিয়ে আসার আগেই নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন আইকিউও জেড৬ আসবে বলে জানা গিয়েছে। ধারণা করা হচ্ছে এ ডিভাইসটিতে ফাইভজি সক্ষমতা থাকবে এবং ৮০ওয়াটের দ্রুত চার্জ নিতে পারবে। এছাড়াও আইকিউও নিওসেভেন নামে নতুন একটি ডিভাইস বাজারে নিয়ে আসা হবে যেখানে ডাইমেনসিটি ৯০০০+ চিপসেট যুক্ত থাকবে।

এই তিনটি ডিভাইস উন্মোচন এবং এর অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে। এছাড়াও ভিভোর ফ্ল্যাগশিপ এক্স৯০ সিরিজসহ বছরের শেষ নাগাদ আরো কিছু ডিভাইস আনবে ভিভো।

Techshohor Youtube

আরএপি

*

*

আরও পড়ুন