![]() |
টেকশহর কনটেন্ট কাউন্সিলর : শরীয়তপুরের মেয়ে নূর ই নাজমীন লুনা , নিজ এলাকার ঐতিহ্য কাঁসা নিয়ে এগিয়ে যাচ্ছেন দৃপ্ত পায়ে । করোনাকালে মেয়েদের টিউশন ফি ৫ হাজার টাকা দিয়ে শুরু করেন অনলাইন উদ্যোগ ঐতিহ্য ।
কথা প্রসঙ্গে কাঁসা এবং পিতলের মধ্যে তফাত জানালেন লুনা , বললেন, কাঁসা একটু কালচে ধরনের , পিতল দেখতে ঝকঝকে , মসৃন । কাঁসাকে কাস্টমাইজ করা যায় না , জোড়া দেয় যায় না । কাঁসার প্লেট , বাটি , গ্লাস থেকে শুরু করে পিতলের হাতি ঘোড়া সহ নানান শোপিস আছে তাঁর কাছে ।
তবে প্রথম শুরু করেন মেয়েদের হাতের কাজের থ্রি পিস নিয়ে । না বুঝেই শুরু করে দেন অনেকটা অন্যদের দেখাদেখি । কাপড়ে নিজে ডিজাইন দিয়ে কাজ করিয়ে নিতেন , উনি চাইতেন যে উনার ডিজাইন যেন উনার ই থাকে । কিন্তু লুনা দেখতে পান ডিজাইন উনার নেই। বিষয়টি উনাকে মর্মাহত করে। পরে উনি নিজের এলাকায় কাজ শুরু করার কথা ভাবতে লাগলেন।
সৌখিন আইটেমের পাশাপাশি তিনি হার্বাল পণ্য , সর্ষের তেল ইত্যাদি ও বিক্রি করেন। দেশীয় পণ্য বিক্রি করে আজ তিনি পরিচিত সারা দেশে ।
কনটেন্ট রাইটিং এবং ফটোগ্রাফি নিয়ে পার্সোনাল ব্র্যান্ডিং এর কাজ করেন নূর এ নাজমীন লুনা । ক্রেতা ও আসে ফেইসবুক গ্রুপ উই এবং পার্সোনাল প্রোফাইল থেকে । কৌশল করে একেক দিন একেক রকম কনটেন্ট লেখেন সিংগেল মাদার লুনা।
নিজের দক্ষতার সাথে ভাই এবং ভাবিদের উৎসাহ তাকে সাহায্য করে সবচেয়ে বেশি । মফস্বলের পরিবেশ বা কাজের পরিবেশ না পাওয়াকে লুনা সবচেয়ে বড় বাঁধা হিসেবে বলেছেন । তাঁর সবচেয়ে বড় সাপোর্ট সেজ ভাই ।
স্বাধীন চেতা মনোভাবের কারনে আজ তিনি উদ্দ্যোক্তা । চাকরি ছেড়ে দিয়ে তাই স্বাধীনভাবে কাজ করবার জন্য উদ্দ্যোক্তা হন । বাধ্যবাধকতা থাকে না , নিজের জবাবদিহিতা নিজের কাছে । নিজের আলাদা কিছু হবে এমন ভাবনা ছিল বরাবরই ।
উই গ্রুপের মাস্টার ক্লাস , সফট স্কিল ট্রেনিং নিয়মিত করেছেন । নিজ এলাকার পণ্য নিয়েই কাজ করতে আনন্দ পাচ্ছেন লুনা , জানিয়েছেন লেগে থাকার মানসিকতা তাকে আজ এ পর্যন্ত এনেছে ।
সফল হয়ে কৃতজ্ঞতা জানাতে ভুলেন নি লুনা, রাজীব আহমেদ এবং নাসিমা আক্তার নিশার পরামর্শমুলক পোস্ট , কাজ তাকে উৎসাহিত করেছে । তবে পেইজ খুলতে গিয়ে কি হল সেটা জানতে দেখুন পুরো ভিডিও ।