![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ফেইসবুক ইউটিউবসহ সোশ্যাল মিডিয়ায় মোবাইল ফোন অপারেটররা কোথায় কতো বিজ্ঞাপন দিয়েছে এবং খরচ করেছে তার খোঁজে নেমেছে বিটিআরসি।
বুধবার এ বিষয়ে এক নির্দেশনা সব মোবাইল ফোন অপারেটর, আইএসপি, টিভাস অপারেটর, এটুপি এসএমএস এগ্রিগেটরদের পাঠিয়েছে নিয়ন্ত্রণ সংস্থাটি।
এতে ১০ দিনের মধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিজিটাল বিজ্ঞাপন প্রচার বিষয়ে বিস্তারিত তথ্য দিতে বলা হয়েছে।
যেখানে ২০২১ সালের পুরো বছরের সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপনের বিস্তারিত জানাতে হবে।
বিটিআরসির ভাইস-চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র টেকশহর ডটকমকে জানান, অডিট করা বিটিআরসির আইনগত দায়িত্ব, যেখানে প্রত্যেকের জবাবদিহিতা নিশ্চিত করা হয়। সোশ্যাল মিডিয়ায় বিপুল পরিমান বিজ্ঞাপনে সরকারের কোনো রাজস্ব ফাঁকি হয়েছে কিনা কিংবা অর্থলেনদেনে কোনো অনিয়ম হয়েছে কিনা-এটা দেখা বিটিআরসির দায়িত্ব।
বিটিআরসির ওই চিঠিতে বলা হয়, গুগল, হোয়াটসঅ্যাপ, ইয়াহু, অ্যামাজন, ইউটিউব, ফেইসবুক, ইমোসহ ইত্যাদি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্যকোনো ইন্টারনেটভিত্তিক ডিজিটাল মাধ্যমে ২০২১ সালের মাসভিত্তিক বিজ্ঞাপনের তথ্য দিতে হবে।
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি