![]() |
টেক শহর ডেস্ক : দ্বিতীয় এবং তৃতীয় এই দুই প্রজন্মের নেটওয়ার্কই কাজ করে নকিয়ার লুমিয়া ৫২০ স্মার্টফোনে। প্রতিদ্বন্দ্বী স্মার্টফোন কোম্পানিগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে সম্প্রতি নতুন এ ফোন বাজারজাত শুরু করে শীর্ষস্থানীয় ফোন প্রস্তুতকারক কোম্পানিটি। মোবাইল হ্যান্ডসেট বাজারের হারানো সামাজ্য ফিরে পেতে নানা চেষ্টাও চালাচ্ছে তারা। এরই অংশ হিসেবে নতুন নতুন ফিচার সম্বলিত এ ফোন এনেছে নকিয়া। যাদের কাছে হাই এন্ডের ফোন কেনা সম্ভব নয় তাদের জন্য সাশ্রয়ী মূল্যের এ সেটটি বাজারে ছাড়া হয়েছে।
চার ইঞ্চি ডিসপ্লের মোবাইল হ্যান্ডসেটটি চলবে উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমে। আছে এক গিগাহার্ডজ কোয়ালকম ডুয়েল কোর প্রসেসর, ৫১০ মেগাবাইট র্যাম, ৩.৫ এমএম অডিও জ্যাক পোর্ট ও আট গিগাবাইট অভ্যন্তরীণ মেমোরি। বেশি তথ্য রাখতে সর্বোচ্চ ৬৪ গিগাবাইট ধারণক্ষমতার মাইক্রোএসডি কার্ড ব্যবহার করা যাবে। অনলাইন স্টোরেজ স্কাইড্রাইভে বিনা মূল্যে রাখা যাবে আরো সাত গিগাবাইট তথ্য। এর পাঁচ মেগাপিক্সেল ক্যামেরায় তোলা ছবি ও ভিডিও হ্যান্ডসেটেই এডিট করা যাবে।
দ্রুত তথ্য আদন-প্রদানের জন্য যুক্ত করা হয়েছে তারহীন ওয়াইফাই ইন্টারনেট ও ৩.০ ব্লুটুথ প্রযুক্তি। স্মার্টফোনটিতে মাইক্রো সিমকার্ড ব্যবহার করতে হবে।
বাংলাদেশের বাজারে হলুদ, লাল, সাদা ও কালো রঙে পাওয়া যাচ্ছে লুমিয়া ৫২০। দাম ১৪ হাজার ৯৫০ টাকা।
-টেক শহর
আমি পনেরো হাজার টাকা দামের ভেতরে ১টি লুমিয়া কিনতে চাই । এর কয়েকটি সেটের রং, মডেল, দাম ও ছবিসহ একটি তালিকা চাই । প্লিজ আমার ফেইসবুকে এই তালিকাটি দিন ।