হিজাব এবং ঘরোয়া পণ্য নিয়ে এগিয়ে চলছেন মেহেরুন নেসা

টেকশহর কনটেন্ট কাউন্সিলর : প্রয়োজনীয় পণ্যের সাথে সৌখিনতাকে যুক্ত করে ফেইসবুক পেইজের নাম রাখা হয় নীডস এন্ড ফেন্সি। তবে মেহেরুন নেসার সিগনেচার আইটেম হলো হিজাব। আরামদায়ক হিজাব নিয়েই তার যত ভাবনা।

তিন সন্তানের জননী কোনো বাঁধাকে বাঁধা মানতে নারাজ, তিনি বলেন, সবই ম্যানেজ করা যায়। কেবল প্রয়োজন ধৈর্য আর ইচ্ছা।

ব্যবসায়ী স্বামী আর সন্তানদের উৎসাহ তাকে ধীরে ধীরে উদ্যোগ শুরুর দিকে ধাবিত করে। ফেইসবুক গ্রুপ উইয়ের মাধ্যমে তিনি অনলাইন উদ্যোক্তা হবার চর্চা শুরু করেন।

Techshohor Youtube

বাংলা লেখায় ধীরতা কাটাতে নিয়মিত কমেন্ট করা ছিল প্রথম প্রায়োরিটি। তারপর রিভিউ লিখে পোস্ট এপ্রুভের আনন্দে নিজেই নিজেকে ক্রেডিট দিলেন। কারণ সেটা ছিল প্রথম অভিজ্ঞতা।

ক্রেতা এবং বিক্রেতা হিসেবে নিজেরা নিজেদের গ্রুপ সদস্যদের গুরুত্ব দেন তাই ক্রেতা খুঁজে নিতে ভাবতে হয় না মেহেরুনকে। গ্রুপে একটিভ থাকার সাথে সময় বুঝে সিদ্ধান্ত নেয়ার মেধা কাজে লাগান তিনি।

ব্লক, বাটিক, হ্যান্ড পেইন্টেড বেড কভার, পাঞ্জাবি, শাল, নরমাল থ্রি পিস, আর হিজাবের পশরা সাজিয়ে আছেন উই গ্রুপের সদস্য মেহেরুন নেসা। নিজেকে দক্ষ করতে মিস করেন না মাস্টার ক্লাস। শিখছেন প্রতিদিন এবং শিক্ষা কাজেও লাগাচ্ছেন।

বিস্তারিত ভিডিও তে দেখুন।

*

*

আরও পড়ুন