৯ লাখ নতুন গ্রাহক গ্রামীণফোনে, বেড়েছে ইন্টারনেট ব্যবহারকারী

grameen-phone-startup-techshohor
গ্রামীণফোন। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বছরের দ্বিতীয় প্রান্তিকে ৯ লাখ নতুন গ্রাহক পেয়েছে গ্রামীণফোন, সেইসঙ্গে বেড়েছে ইন্টারনেট ব্যবহারকারীও।

অপারেটরটির দ্বিতীয় প্রান্তিকের প্রতিবেদন বলছে, ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকে ৯ লাখ নতুন গ্রাহক নিয়ে বছরের প্রথমার্ধে ৮ কোটি ৪৬ লাখ গ্রাহকের অপারেটর গ্রামীণফোন। তাদের মোট গ্রাহকের ৫৪ দশমিক ৬ শতাংশ বা ৪ কোটি ৬২ লাখ গ্রাহক ইন্টারনেট ব্যবহার করেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৭ শতাংশ বেশি।

বছরের এই প্রথম ছয় মাসে ৭ হাজার ৪২১ দশমিক ৮ কোটি টাকা রাজস্ব পেয়েছে তারা। যা গত বছর একই সময়ের তুলনায় ৫ দশমিক ২ শতাংশ।

Techshohor Youtube

গ্রামীণফোন সিইও ইয়াসির আজমান বলেন, নেটওয়ার্ক বিস্তৃতি ও তরঙ্গ ব্যবহারের ক্ষেত্রে তারা ধারাবাহিকভাবে অগ্রাধিকার দিয়ে কাজ করছেন। ২০২২ সালের প্রথমার্ধ শেষে গ্রামীণফোনের মোট ফোরজি সাইটের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৪০০টি ।

তিনি বলেন, নেটওয়ার্ক অভিজ্ঞতার উন্নয়ন ও উদ্ভাবনী পণ্যের কারণে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা বৃদ্ধি পেয়েছে বছরপ্রতি ৩ দশমিক ২ শতাংশ। তাদের ফোরজি ব্যবহারকারীর সংখ্যা ৩ দশমিক ১৫ কোটি, যা আগের বছরের তুলনায় ৩২ দশমিক ৭ শতাংশ বেশি।

‘গ্রামীণফোন উদ্ভাবন, নেটওয়ার্কের আধুনিকায়ন ও অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সেবার মান বৃদ্ধিতে নিরলস কাজ করে যাচ্ছে। এজন্য অনুমোদিত সর্বোচ্চ পরিমাণ তরঙ্গ অধিগ্রহণ করা হয়েছে। এ বিনিয়োগের মাধ্যমে সেবার মান শক্তিশালী করার ক্ষেত্রে গ্রামীণফোন আরও শক্তিশালী অবস্থানে থাকবে এবং বাংলাদেশের ডিজিটালাইজেশনে অবদান রাখবে’ বলেন গ্রামীণফোন সিইও।

গ্রামীণফোন সিএফও ইয়েন্স বেকার বলেন, বছরের প্রথমার্ধে সামগ্রিক প্রবৃদ্ধির কারণে ইবিআইটিডিএ মার্জিন ৬১ দশমিক ১ শতাংশ নিয়ে ইবিআইটিডিএ বৃদ্ধি পেয়েছে বছরপ্রতি ৩ শতাংশ। ২৩ দশমিক ৩ শতাংশ মার্জিন নিয়ে প্রথমার্ধে কর পরবর্তী মোট মুনাফা দাঁড়িয়েছে ১ হাজার ৭৩০ দশমিক ৫ কোটি টাকা। ২০২১ সালের ১৭ জুলাই  অনুষ্ঠিত পর্ষদ সভায় পরিচালনা পর্ষদ শেয়ার প্রতি ১২দশমিক ৫ টাকা অভ্যন্তরীণ লভ্যাংশ প্রস্তাব করেছেন।

বছরের দ্বিতীয় প্রান্তিকে অপারেটরটি নেটওয়ার্ক কাভারেজে উন্নয়ন ও বিস্তৃতিতে ৫৬০ দশমিক ২ কোটি টাকা বিনিয়োগ করেছে। এ প্রান্তিক শেষে, গ্রামীণফোনের মোট সাইটের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৪৩৯। ২০২২ সালের প্রথমার্ধে প্রতিষ্ঠানটি কর, ভ্যাট, ডিউটি, ফি, ফোরজি লাইসেন্স এবং তরঙ্গ বরাদ্দ ফি বাবদ ৫ হাজার ৪৩০ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে, যা প্রতিষ্ঠানের মোট রাজস্বের ৭৩ দশমিক ১ শতাংশ।

*

*

আরও পড়ুন