ডেটা নিয়ন্ত্রণ নয়, সুরক্ষার জন্য আইন : আইনমন্ত্রী

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ডেটা সুরক্ষা আইন ডেটা নিয়ন্ত্রণের জন্য নয় বলে বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেছেন, এই আইন বরং ডেটা সুরক্ষার জন্য করা হচ্ছে।

রোববার ঢাকার একটি হোটেলে নতুন এই আইন প্রণয়নের বিষয়ে এক সভায় তিনি এসব কথা বলেন।

Techshohor Youtube

তথ্যপ্রযুক্তি বিভাগের উদ্যোগে তৈরি ‘ডেটা সুরক্ষা আইন-২০২২ (খসড়া)’ এ অংশীজনদের পরামর্শ ও মতামত নিতে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও।

সভায় আইনমন্ত্রী বলেন, ‘আমরা যে আইনটা করছি, সেটা যেন সর্বজনীন হয়, সেটা যেন আজকের পৃথিবী যেভাবে বদলাচ্ছে সেই পৃথিবীর যেন সঠিকভাবে আমাদের জনগণ ফেইস করতে পারে, সেটার জন্য।’

প্রতিমন্ত্রীর বক্তব্যের রেফারেন্স টেনে তিনি বলেন, ‘আমরা দুজনই কিন্তু আমাদের বক্তব্যে অত্যন্ত পরিষ্কারভাবে বলেছি যে, এই আইনটা ডেটা কন্ট্রোল করার জন্য হবে না, আইনটা প্রটেকশনের জন্য হবে।’

এই আইন নিয়ে আরও দুই-তিনটা পরামর্শ সভা হবে জানিয়ে আইনমন্ত্রী বলেন, ‘সেসব কনসালটেশনের মাধ্যমে যেসব পরামর্শ আসবে, তার মধ্যে যেগুলো যুক্তিসঙ্গত পরামর্শ সেগুলোকে গ্রহণ করেই একটা আইন যেটা সকলের জন্য মঙ্গল আনবে এবং সকলে গ্রহণ করবে সেরকম আইনই হবে।’

আইনমন্ত্রী জানান, আগামী সেপ্টেম্বরে ডেটা সুরক্ষা আইনের খসড়ার কাজ সম্পন্ন করে ডিসেম্বরে আইন পাস করার উদ্যোগ নেওয়া হবে ।

এই আইন পাস হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে মত প্রকাশে স্বাধীনতার ক্ষেত্রে হস্তক্ষেপ আসবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু যখন আমাদের এই সংবিধান উপহার দিয়েছিলেন, তখন সংবিধানে প্রটেকশন এবং গ্যারান্টি দিয়ে গেছেন, সেটাতে হাত দেওয়ার ক্ষমতা কারও নাই। যেহেতু আমরা আইনের শাসনে বিশ্বাস করি এবং আমাদের জাতির পিতার নীতি অনুসরণ করি, সে কারণে এতে আমরা হাত দেবই না।’

জুনাইদ আহমেদ পলক বলেন, ‘আমরা খুব আশাবাদী যে, এই ডেটা সুরক্ষা আইন বা নিরাপত্তা আইনের মধ্য দিয়ে আমরা আমাদের দেশের প্রত্যেক নাগরিকের, প্রতিষ্ঠানের এবং রাষ্ট্রের তথ্যের নিরাপত্তা এবং স্বাধীনতা নিশ্চিত করতে পারবো।’

তিনি বলেন, ‘এই মুহূর্তে বলা হচ্ছে ডেটা ইজ দ্য নিউ অয়েল। কেন বলা হচ্ছে? যেই দেশের যত বেশি তথ্য-উপাত্ত থাকছে তারাই বেশি ধনী। কারণ ডেটা বিশ্লেষণ করে এমন ধরনের নতুন নতুন সিদ্ধান্ত বা অ্যাডভারটাইজমেন্ট কিংবা নতুন নতুন প্রোডাক্ট তৈরি করা সম্ভব হচ্ছে যেটা কিন্তু বিলিয়ন এমনকি ট্রিলিয়ন ডলার মার্কেট সাইজ বায়ার আছে।’

পলক বলেন, ‘এই আইন কার্যকর হলে নাগরিকদের মূল্যবান তথ্য-উপাত্ত সংরক্ষণ করা এবং অনুমতি নিয়ে এর বাণিজ্যিক ব্যবহারের সুযোগও তৈরি হবে । তখন আমরা ফেইসবুক-গুগলের মত মাল্টিনেশনাল, ইন্টারনেশনাল কোম্পানিগুলোকে তখন বাধ্য করতে পারবো যে, আমাদের ব্যক্তিগত, নাগরিকদের এমনকি রাষ্ট্রীয় তথ্যগুলো যাতে আমাদের সম্মতি বা অনুমতি ছাড়া ব্যবহার না করে বা বিক্রি না করে।’

তথ্যপ্রযুক্তি বিভাগের আয়োজনে এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের পরিচালনায় সভায় তথ্যপ্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মো. মইনুল কবিরসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

*

*

আরও পড়ুন