জরিমানার পৌনে ৩ কোটি টাকা দিল তিন মোবাইল অপারেটর

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দেশের তিন মোবাইল ফোন অপারেটর হতে ২ কোটি ৭৮ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে বিটিআরসি।

বিটিআরসির উপ-পরিচালক মো: জাকির হোসেন খাঁন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভ্যাটসহ জরিমানার এই টাকা ১২ জুলাই বাংলালিংক, ১৩ জুলাই গ্রামীণফোন এবং ১৪ জুলাই রবি পে-অর্ডার করে বিটিআরসিতে জমা দিয়েছে।

চলতি বছরের জুন মাসের শুরুতে অবৈধ ভিওআইপির দায়ে দেশের চার অপারেটরকে জরিমানা করে বিটিআরসি। যেখানে টেলিটককে ৫ কোটি টাকা, রবিকে ২ কোটি টাকা, গ্রামীণফোনকে ৫০ লাখ টাকা এবং বাংলালিংককে ১৫ লাখ টাকা জরিমানা করার করা হয়।

Techshohor Youtube

এই জরিমানার সঙ্গে রবিকে ১০ লাখ, গ্রামীণফোনকে ২ লাখ ৫০ হাজার এবং বাংলালিংককে ৭৫ হাজার ভ্যাটযুক্ত করে পে-অর্ডার করতে হয়েছে।

*

*

আরও পড়ুন