![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : পেটেন্ট নিয়ে মামলায় হেরে জার্মানিতে নিষিদ্ধ হয়েছে অপো-ওয়ানপ্লাস। ব্র্যান্ড দুটি একই মূল কোম্পানির।
লাইসেন্স বা প্রয়োজনীয় অনুমতি ছাড়াই নকিয়ার প্রযুক্তি ব্যবহারের অভিযোগে অপো-ওয়ানপ্লাসের বিরুদ্ধে। আর ওই প্রযুক্তির পেটেন্ট নিয়ে জার্মান আদালতে মামলা চলছিলো কোম্পানি দুটির। নকিয়া জার্মানির তিনটি আঞ্চলিক আদালতে অপোর বিরুদ্ধে নয়টি স্ট্যান্ডার্ড এসেনশিয়াল পেটেন্ট এবং পাঁচটি ইমপ্লিমেন্টেশন পেটেন্টের জন্য মামলা করেছিলো।
যেখানে বলা হচ্ছে, ইউআই বা ইউএক্স এবং সুরক্ষা সংক্রান্ত ফিচার লাইসেন্স ছাড়াই ব্যবহার করছে অপো-ওয়ানপ্লাস । নকিয়ার অভিযোগ, তাদের ইউরোপীয় পেটেন্ট (ইপি ১৭ ০৪ ৭৩১) লঙ্ঘন করেছে তারা। পেটেন্টে ওয়াইফাই সংযোগ স্ক্যানিং সংক্রান্ত বিষয়ও রয়েছে।
দীর্ঘ সময় ধরে চলা এ মামলায় জার্মানির ম্যানহেইম আঞ্চলিক আদালত রায় দেয় ৯ জুলাই। রায় নকিয়ার পক্ষে যায়। অপো-ওয়ানপ্লাসের বিরুদ্ধে ‘সিজ অ্যান্ড ডিসিস্ট’ অর্ডার দেয়া হয় । যার প্রেক্ষিত্রে জার্মানিতে অপো ও ওয়ান প্লাস ফোন বিক্রি করা যাবে না।
যদিও এটি ‘সাময়িক’ । এই দুই কোম্পানির মধ্যে দীর্ঘ আইনি লড়াই চলবে। তবে পরবর্তী শুনানিতে রায় নিজেদের পক্ষে না পাওয়া পর্যন্ত জার্মানিতে অপো-ওয়ানপ্লাস বিক্রি বন্ধ থাকছে।
সাউথ চায়না মর্নিং পোস্ট, সিএনবিসি এবং টাইম অব ইন্ডিয়া অবলম্বনে
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি