ইউএস-বাংলা এয়ারলাইন্সে রবির এলিট গ্রাহকদের জন্য ১০% ছাড়

টেকশহর কনটেন্ট কাউন্সিলর : রবির এলিট গ্রাহকরা দেশের এয়ারলাইন সার্ভিস প্রোভাইডার ইউএস-বাংলা এয়ারলাইন্সর ফ্লাইট বুকিং-এ ১০ শতাংশ ছাড় পাবেন । রবির কাস্টমার লয়্যালটি প্রোগ্রামের আওতায় এ উপলক্ষে সম্প্রতি কোম্পানি দু’টি সমঝোতা স্মারকে চুক্তি করেছে।  

রবি’র চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ এবং ইউএস-বাংলা’র হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মোঃ শফিকুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় রবি এলিট গ্রাহকরা ইউএস বাংলা এয়ারলাইন্সের সকল অভ্যন্তরীণ রুটে টিকিটের মূল মূল্যের (বেইজ ফেয়ার) উপর ১০ শতাংশ ছাড় পাবেন। অফারটি উপভোগ করতে গ্রাহকদের ডিসকাউন্ট কোডের জন্য REW UBA01 টাইপ করে ১২১৩ নম্বরে পাঠাতে হবে। পরবর্তীতে প্রাপ্ত ডিসকাউন্ট কোডটি কাউন্টারে দেখাতে হবে । 

Techshohor Youtube

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউএস-বাংলা এয়ারলাইন্স’র মার্কেটিং অ্যান্ড সেলস ম্যানেজার মোহাম্মদ মইনুল হক, রবি’র সিএলএম অ্যান্ড আইবি’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বর্ণা আহমেদ, লয়্যালটি অ্যান্ড রিওয়ার্ডস’র জেনারেল ম্যানেজার মোঃ ফয়সাল ইমাম, লয়্যালটি অ্যান্ড রিওয়ার্ডস’র ম্যানেজার  তাসনিয়া আফরিন, লয়্যালটি অ্যান্ড রিওয়ার্ডস’র স্পেশালিস্ট, শেখ শাহরুখ হোসেন সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সুত্র – প্রেস বিজ্ঞপ্তি

*

*

আরও পড়ুন