ই-ক্যাব নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় অগ্রগামী প্যানেল জয়ী

অগ্রগামী প্যানেলের বিজয়ী ৮ সদস্য

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ই-ক্যাব নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় শমী কায়সারের নেতৃত্বাধীন অগ্রগামী প্যানেল জয়ী হয়েছে।

৯টি কার্যনির্বাহী পদের মধ্যে ৮টিই পায় অগ্রগামী আর ১টি পদে জয় পায় দ্যা চেইঞ্জ মেকার্স।

শনিবার রাজধানীর ধানমন্ডিতে সাইয়্যেদানা কমিউনিটি সেন্টারে ই–কমার্স খাতের এই সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) এর ২০২২-২৪ মেয়াদের নির্বাচনে ভোট গ্রহণ হয়।

Techshohor Youtube

এতে অগ্রগামী প্যানেলের বিজয়ীরা হলেন (প্রাপ্ত ভোট অনুযায়ী ক্রম) ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডের সৈয়দা আম্বারীন রেজা (৪৫৩ ভোট ), কমজগৎ টেকনোলজিসের মোহাম্মাদ আবদুল ওয়াহেদ (৩৮৬) , ধানসিঁড়ি ডিজিটাল লিমিটেডের শমী কায়সার (৩৬৫), ব্রেকবাইটের আসিফ আহনাফ (৩৩২), পেপারফ্লাই প্রাইভেট লিমিটেডের শাহরিয়ার হাসান (৩০৮), রেভারি করপোরেশন লিমিটেডের নাসিমা আক্তার নিশা (৩০৭), ডায়াবেটিস স্টোর লিমিটেডের মোহাম্মাদ সাহাব উদ্দিন (২৮৭), ডিজিটাল হাব সলিউশনস লিমিটেডের মোহাম্মাদ সাইদুর রহমান (২৭৩) ।

অন্যদিকে দ্যা চেইঞ্জ মেকার্স হতে জিতেছেন সেবা ডট এক্সওয়াইজেডের মো. ইলমুল হক (২৭০)

নির্বাচনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। নির্বাচনে অগ্রগামী, দ্য চেঞ্জ মেকারস ও ঐক্য নামে তিনটি প্যানেলে ২৭ জনসহ মোট ৩১ প্রার্থী কার্যনির্বাহী পরিষদের ৯টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

এই নির্বাচনে ভোটার সংখ্যা ছিলো ৭৯৫ জন। এরমধ্যে ভোট দিয়েছেন ৬১০ জন। ভোট বাতিল হয়েছে ১০ জনের।

এবারের নির্বাচনের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ছিলেন আমিন হেলালী। বোর্ডের অন্য সদস্যরা হলেন এ এইচ এম বজলুর রহমান ও মো. আবদুর রাজ্জাক। আর আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে আছেন মো. নজরুল ইসলাম খান। এই বোর্ডে সদস্য দেলোয়ার হোসেন খান ও মো. হারুনুর রশিদ।

*

*

আরও পড়ুন