![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আগামী ৬-১১ নভেম্বর বাংলাদেশে আইসিপিসি ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রোগ্রামিংয়ের অলিম্পিয়াড খ্যাত ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা (আইসিপিসি) ওয়ার্ল্ড ফাইনালস ৪৫ তম আয়োজক দেশ বাংলাদেশ।
এ আয়োজন উপলক্ষে সাংগঠনিক কমিটির এক প্রস্ততিমূলক সভা বুধবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় কমিটির সদস্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বিসিসির নির্বাহী পরিচালক ড. মোঃ আব্দুল মান্নান বক্তব্য রাখেন।
অনুষ্ঠিতব্য প্রোগ্রামিং এর বিশ্ব আসরটির মূল ভেন্যু হবে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)।
সভাপতির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী বলেন যে, মেধা দিয়ে বিশ্বকে জয় করতে হবে। তরুণদের প্রোগ্রামিংয়ে উৎসাহিত করতে পারলে সবকিছু ডিজিটাল করতে খুব একটা সময় লাগবে না। চতুর্থ শিল্পবিপ্লব মোকাবেলায় মেধার কোন বিকল্প নেই, মেধাকে কাজে লাগিয়ে জয় করতে হবে এ বিপ্লব।
এ প্রতিযোগিতায় সারাবিশ্বের ৭৫টি দেশের ১৪০টি টীম এবং ১০০০ এরও বেশি বিদেশী অতিথি অংশগ্রহণ করার কথা রয়েছে।
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি