![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দেশের ডিজিটাল মুদ্রা চালুতে পরীক্ষার কথা বলছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ।
বৃহস্পতিবার ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন তিনি। বাজেট বক্তৃতায় তিনি ক্রিপ্টোকারেন্সি নিয়ে কথা বলেন।
তিনি বলছেন, ভার্চুয়াল লেনদেনে অর্থ আদান-প্রদান সহজ করা, স্টার্টআপ ও ই-কমার্স ব্যবসাকে উৎসাহে ডিজিটাল মুদ্রার উদ্দেশ্য ।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী ‘কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল মুদ্রা’ চালুর বিষয়টি পরীক্ষা’ শিরোনামে বলেন, ‘ক্রিপ্টোকারেন্সির মতো ভার্চুয়াল মুদ্রার ঝুঁকিপূর্ণ ব্যবহার বিশ্বজুড়ে বাড়তে থাকায় এর বিকল্প হিসেবে বিশ্বের অনেক কেন্দ্রীয় ব্যাংক তাদের নিজস্ব মুদ্রার ডিজিটাল সংস্করণ চালু করার লক্ষ্যে কাজ করছে।’
তিনি বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল মুদ্রা বা সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি ( সিডিবিসি ) চালু করার মূল উদ্দেশ্য হলো ভার্চুয়াল লেনদেনের ক্ষেত্রে অর্থ আদান-প্রদান সহজতর করা এবং স্টার্টআপ ও ই-কমার্স ব্যবসায়কে উৎসাহ প্রদান। আমাদের সরকারের যুগোপযোগী পদক্ষেপের কারণে দেশে ইন্টারনেট ও ই-কমার্সের প্রসার ব্যাপক হারে বেড়েছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে দেশে সিডিবিসি চালু করার লক্ষ্যে একটি ফিজিবিলিটি স্টাডি পরিচালনা করা হবে।’
২০২২-২৩ অর্থবছরে প্রস্তাবিত বাজেটের আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা ।
এটি দেশের ৫১ তম, আওয়ামী লীগ সরকারের ২২ তম ও বর্তমান অর্থমন্ত্রীর চতুর্থ বাজেট।
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি