দেশীয় উৎপাদনকে উৎসাহিত করতে ল্যাপটপ আমদানিতে ১৫ % কর

বাজারে বিক্রির জন্য প্রদর্শিত ল্যাপটপ, ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দেশে স্থানীয় উৎপাদনকে উৎসাহিত করতে ল্যাপটপ কম্পিউটার আমদানিতে ১৫ % মূল্য সংযোজন কর (মূসক) আরোপের প্রস্তাব করা হয়েছে।

২০২২-২০২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই প্রস্তাব করা হয়।  

বৃহস্পতিবার ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। জাতীয় সংসদে বেলা তিনটায় বাজেট উত্থাপন শুরু করেন অর্থমন্ত্রী।

Techshohor Youtube

বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ‘ল্যাপটপ কম্পিউটার আমদানিতে মূসক অব্যাহতি রয়েছে। ফলে দেশীয় কম্পিউটার উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহ অসম প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে। তাই ল্যাপটপ কম্পিউটার আমদানিতে ১৫ শতাংশ মূসক আরোপ করার প্রস্তাব করছি। এর ফলে পণ্যটি আমদানির ক্ষেত্রে প্রযোজ্য মোট করভার হবে ৩১ শতাংশ।’

২০২২-২৩ অর্থবছরে প্রস্তাবিত বাজেটের আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা ।

এটি দেশের ৫১ তম, আওয়ামী লীগ সরকারের ২২ তম ও বর্তমান অর্থমন্ত্রীর চতুর্থ বাজেট।

*

*

আরও পড়ুন