হেলাল হাফিজের কবিতার আবৃত্তি সন্ধ্যায় বিটিআরসি চেয়ারম্যান

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : কবিতার জন্য জীবনে আত্মত্যাগ করা এক মানুষ হেলাল হাফিজ। বেদনাকে গ্রহণের দুঃসাহস আছে এই কবির। তাই সুখী জীবনের বদলে যাপন করেন সংসারবিহীন চিরবিরহীর এক জীবন।

জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে শনিবার বিকালে হেলাল হাফিজ ও তাঁর কবিতা নিয়ে আলোচনা ও আবৃত্তিসন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে এমন আলোচনা রাখছিলেন বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার।

‘আমার কবিতা আমি দিয়ে যাবো আপনাকে, তোমাকে ও তোকে’ শীর্ষক এই আয়োজন করে শিল্প সাহিত্য-সংস্কৃতিবিষয়ক পত্রিকা সৌরভ।

Techshohor Youtube

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফাইবার অ্যাট হোম লিমিটেডের চেয়ারম্যান মইনুল হক সিদ্দিকী, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আব্দুস সামাদ ।

অনুষ্ঠানের হেলাল হাফিজের কবিতা আবৃত্তি করেন ফাইবার অ্যাট হোমের চিফ অব গভমেন্ট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স কর্মকর্তা এবং বাচিকশিল্পী আব্বাস ফারুক।

তিনি কবির ফেরিওয়ালা, নিষিদ্ধ সম্পাদকীয়, যাতায়াত, ইচ্ছে ছিল, একটি পতাকা পেলে, প্রস্থান শিরোনামের কবিতা আবৃত্তি করেন।

অনুষ্ঠানে হেলাল হাফিজের কবিতা নিয়ে আরও আলোচনা করেন কবি মাকিদ হায়দার, নাসির আহমেদ, ফরিদ আহমদ দুলাল, প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও কলামিস্ট মীর আব্দুল আলীম।

এতে সভাপতিত্ব করেন সৌরভ পত্রিকার সম্পাদক সৌরভ জাহাঙ্গীর।

*

*

আরও পড়ুন